For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদল অধিবেশনের প্রথম দিনই টিডিপির অনাস্থা প্রস্থাব! কী বলছে মোদী সরকার

লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন এনডিএ সরকারের বিরুদ্ধে আনা টিডিপি-র অনাস্থা প্রস্থাব গ্রহণ করেছেন। শুক্রবার এনিয়ে আলোচনা হবে।

Google Oneindia Bengali News

বুধবার বাদল অধিবেশনের প্রথম দিনই লোকসভায় এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল টিডিপি। মাত্র ক'দিন আগেও তারা এনডিএ-এর অন্যতম সঙ্গী ছিল। স্পিকার সুমিত্রা মহাজন জানিয়েছেন এব্যাপারে শুক্রবার আলোচনা হবে। তবে শুধু টিডিপিই নয়, বেশ কয়েকটি দলই অনাস্থা প্রস্তাব এনেছে। লটারিতে এবিষয়ে আলোচনা করার অধিকার পেয়েছে টিডিপিই।

বাদল অধিবেশনের প্রথম দিনই টিডিপির অনাস্থা প্রস্থাব!

গত মার্চেই এনডিএ-এর হাত ছেড়েছে চন্দ্রবাবু নাইডুর দল। এদিন লোকসভার জিরো আওয়ারে টিডিপি সাংসদ কেসিনেনি শ্রীনিবাস অনাস্থা প্রস্তাবটি দাখিল করেন। এই নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেছেন যে কোনও অনাস্থা প্রস্তাবের মোকাবিলা করতে তৈরি সরকার। ভুললে চলবে না লোকসভার দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা আছে মোদী সরকারের। মুখে এই কথা বললেও বাদল অধিবেশনের প্রথম দিনই পুরনো সঙ্গীর কাছ থেকে এই ধাক্কা খেয়ে অস্বস্তিতে পড়ল মোদী সরকার।

এর আগে লোকসভার বাজেট অধিবেশন চলাকালীনও এনডিএ-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল টিডিপি। কিন্তু সেসময় সেই প্রস্থাব গ্রহন করেননি স্পিকার। অনেক সাংসদ সেই সময় ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাই ওই প্রস্তাব নিয়ে আলোচনা করার উপযুক্ত পরিবেশ নেই এই যুক্তিতে সেসময় টিডিপির প্রস্তাব খারিজ হয়ে যায়।

English summary
TDP's no confidence motion against NDA government is accepted by lok sabha speaker Sumitra Mahajan. The discussion on it will take place on Friday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X