For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যুদ্ধ, অনাস্থা প্রস্তাব এনে আর কী বললেন এই টিডিপি সাংসদ

টিডিপি সাংসদ জয়দেব গালা বলেছেন, অনাস্থা প্রস্তাব হল নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যুদ্ধ।

Google Oneindia Bengali News

শুক্রবার লোকসভায় টিডিপির হয়ে অনাস্থা প্রস্তাব পেশ করলেন সাংসদ জয়দেব গালা। গুন্টুরের এই সাংসদ বলেন এটা হল অন্ধ্রপ্রদেশের জনগণের বিরুদ্ধে যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে লড়াই।

নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যুদ্ধ

তিনি বলেন, 'এটা টিডিপি ও বিজেপির মধ্যের লড়াই নয়, বরং নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠতার মধ্যে যুদ্ধ। এই অনাস্থা প্রস্তাব সততার অভাব, বিশ্বাসের অভাব, অন্ধ্রপ্রদেশের প্রতি পক্ষপাতহীন মনোভাবের অভাবের বিরুদ্ধে।' গালা আরও বলেন, 'মোদী-শাহ শাসন হল অসম্পূর্ণ প্রতিশ্রুতির শাসন।'

তিনি অভিযোগ করেন মোদী অন্ধ্রপ্রদেশে ভোটের প্রচারের সময় কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন, 'কংগ্রেস সন্তানকে বাঁচাতে গিয়ে মাকে মেরে ফেলেছে। আমি হলে মাকেও বাঁচাতাম'। কিন্তু গত ৪ বছর ধরে অপেক্ষা করার পরও অন্ধ্রপ্রদেশের জন্য মোদী সরকার কিছুই করেনি।

তাঁর আরও অভিযোগ অন্ধ্র ভাগ করা হয়েছে অবৈজ্ঞানিকভাবে। ফলে তেলেঙ্গানা অন্ধ্রের থেকে অনেক বেশি সুবিধা পেয়েছে। তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি।

English summary
TDP MP Jayadev Galla said No Confidence motion is a war between morality and majority
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X