For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড থাকলেই ‘হাতে হাতে’ প্যান! ২০২০-র কেন্দ্রীয় বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

আয়কর বিভাগ শীঘ্রই একটি নতুন সিস্টেম চালু করবে। এই নয়া সিস্টেমে করদাতারা সহজে নতুন প্যান কার্ড পাবেন। বিস্তারিত ফর্ম পূরণ না করেই এই প্যান পাওয়ার সুযোগ পাওয়া যাবে এবার।

Google Oneindia Bengali News

আয়কর বিভাগ শীঘ্রই একটি নতুন সিস্টেম চালু করবে। এই নয়া সিস্টেমে করদাতারা সহজে নতুন প্যান কার্ড পাবেন। বিস্তারিত ফর্ম পূরণ না করেই এই প্যান পাওয়ার সুযোগ পাওয়া যাবে এবার। এ জন্য শুধুমাত্র আধার কার্ড থাকলেই হবে। আধার কার্ডধারী হলেই সহজে মিলবে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যানকার্ড।

প্যানকার্ড প্রদানের নয়া ব্যবস্থা

প্যানকার্ড প্রদানের নয়া ব্যবস্থা

২০২০-র কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এ কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, করদাতাদের আধারভিত্তিক যাচাইকরণও চালু করা হচ্ছে। করদাতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধার্থে অনলাইন আবেদনের ভিত্তিতে প্যান দেওয়া হবে। কোনও বিস্তারিত আবেদনপত্র পূরণ না করেই এই প্যানকার্ড প্রদানের ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে।

প্যানকার্ড-আধার কার্ড সংযুক্তকরণ

প্যানকার্ড-আধার কার্ড সংযুক্তকরণ

প্যান প্রদানের প্রক্রিয়া আরও সহজ করার জন্যই এই সিস্টেম চালু করার কথা জানান নির্মলা সীতারমণ। গত বছর থেকে প্যান এবং আধার কার্ডগুলি আয়কর শুল্কের জন্য বিনিময়যোগ্য করা হয়েছে। সেইসঙ্গে জানানো হয়েছে, ২০২০ সালের ৩১ শে মার্চের মধ্যে আপনার প্যানটি আধার কার্ডের সাথে সংযুক্ত করাও বাধ্যতামূলক।

অধার থাকলেই প্যান

অধার থাকলেই প্যান

আয়কর বিভাগ এনএসডিএল এবং ইউটিআই-আইটিএসএল এই দুটি সংস্থার মাধ্যমে প্যান কার্ড ইস্যু করে। আইটি ফাইল করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলানো, আর্থিক লেনদেন পরিচালনা করা ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে গ্রাহকদের প্যান থাকা দরকার। সেই প্যানপ্রাপ্তি আরও সরলীকরণ হল ২০২০-র বাজেটে।

English summary
Taxpayers to get a new PAN card easily if they have Aadhaar card. Income Tax Department will soon have a new system, announces Nirmala Sitaraman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X