For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করদাতাদের দিতে হবে আয়ের ১৮ শতাংশ, ভিত্তিহীন খবর জানালো সরকার

করদাতাদের দিতে হবে আয়ের ১৮ শতাংশ, ভিত্তিহীন খবর জানালো সরকার

Google Oneindia Bengali News

ফের ভুয়ো খবরের আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে। হোয়াটস অ্যাপে একটি খবরের দাবি, সরকার একটি আইন এনেছে, যে আইন অনুসারে করদাতাদের তাদের আয়ের ১৮ শতাংশ জমা করা বাধ্যতামূলক। করোনা ভাইরাসের আতঙ্কের পাশাপাশি করদাতাদের এই আতঙ্ক গ্রাস করছে।

করদাতাদের ১৮ শতাংশ দিতে হবে

করদাতাদের ১৮ শতাংশ দিতে হবে

এই মেসেজে বলা হয়েছে, ‘‌অর্থ মেটানোর জন্য প্রস্তুত থাকুন। সরকার পরিকল্পনা করছে যে সিডিএ-১৯৬৩ আইন নিয়ে আসবে। বাধ্যতামূলক আমানত আইন ১৯৬৩ সমস্ত করদাতা, সম্পত্তি মালিক এবং সমস্ত সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য। এটি লক্ষ করা উচিত যে এই জাতীয় পদক্ষেপগুলি নজিরবিহীন নয়। ১৯৬২ ও ১৯৭১ সালের যুদ্ধের পরে অনেক বেশি শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বাধ্যতামূলক আমানত প্রকল্প (আইটিপি) আইন ১৯৭৪ সালের করদাতাদের এই আয়ের ১৮ শতাংশ আয় জমা দিতে বাধ্য করেছিল।'‌

সরকার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন

সরকার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন

এটা একেবারেই ভিত্তিহীন দাবি। করদাতাদের আয়ের ১৮ শতাংশ বাধ্যতামূলকভাবে দিতে হবে এ ধরনের কোনও পরিকল্পনা সরকার গ্রহণ করেনি। যদিও অর্থমন্ত্রকের এক সূত্রের দাবি, রাজস্ব আদায় সম্পর্কিত আই-টি বিভাগের ৫০ জন আইআরএস কর্মকর্তা ও অর্থনৈতিক আধিকারিকরা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করার সময় যে সমস্ত অর্থনৈতিক প্ররোচণা সামনে আসছে সেগুলির ওপর নজরদারি করছেন।

ফোর্সের রিপোর্ট বলছে অন্য কথা

ফোর্সের রিপোর্ট বলছে অন্য কথা

ভারতীয় কর পরিষেবার এই আধিকারিকেরা (‌আইআরএস)‌ ‘‌ফোর্স'‌ (‌ফিসকল অপসন অ্যান্ড রেসপন্স টু দ্য কোভিড-১৯ মহামারি'‌)‌ শিরোনামের একটি রিপোর্ট তৈরি করেছে। যেখানে বলা হয়েছে, ১ কোটি টাকার ওপর যাদের উপার্জন তাদের ৪০ শতাংশ, ৫ কোটির বেশি বার্ষিক আয় যাদের তাদের ৩০ শতাংশ বর্তমানে ও সম্পদ কর আদায় করা হবে।

অন্য রাজ্যে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীঅন্য রাজ্যে আটকে পড়াদের ফিরিয়ে আনা হবে, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

English summary
The message reads, 'be prepared to shell out money. Government is planning to bring in CDA-1963. The Compulsory Deposit Act 1963 applies to all tax payers, property owners and all government employees. It should be noted that such measures are not unprecedented. In the aftermath of the 1962 and 1971 wars, much stronger measures had been instituted. The Compulsory Deposit Scheme (ITP) Act 1974 forced tax payers to deposit up 18 per cent of income in the scheme.'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X