For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপেক্ষা বাজেট অধিবেশনের, বেসরকারি সংস্থার কর্মীরা পাবেন ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি

সংসদে আগামী বাজেট অধিবেশনেই পাশ হতে পারে পেমেন্ট অফ গ্র্যাচুইটি সংশোধনী বিল ২০১৭। আর তা হয়ে গেলেই দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ২০ লক্ষ টাকা করে র মুক্ত গ্র্যাচুইটি পাবেন।

  • |
Google Oneindia Bengali News

সংসদে আগামী বাজেট অধিবেশনেই পাশ হতে পারে পেমেন্ট অফ গ্র্যাচুইটি সংশোধনী বিল ২০১৭। আর তা হয়ে গেলেই দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ২০ লক্ষ টাকা করে র মুক্ত গ্র্যাচুইটি পাবেন।

অপেক্ষা বাজেট অধিবেশনের, বেসরকারি সংস্থার কর্মীরা পাবেন ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি

এই মুহূর্তে সংগঠিত ক্ষেত্রের কর্মীরা ৫ বা তার বেশি বছর কোনও সংস্থায় কাজ করে অবসরগ্রহণ করলে ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত গ্র্যাচুইটি পেয়ে থাকেন।

এই মাসের শেষে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে পেমেন্ট অফ গ্র্যাচুইটি( সংশোধনী) বিল ২০১৭ পেশ হওয়ার কথা। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই সংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও সরকার ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি দিতে চায়।

গত মাসে সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভায় পেশ করা হয় এই বিল। গতবছরের ১৮ ডিসেম্বর বিলটি সংসদে পেশ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার। বিলটি সংসদে পাশ হয়ে গেলে কেন্দ্রকে আর কর মুক্ত গ্র্যাচুইটির পরিমাণ ঠিক করতে হবে না।

অপেক্ষা বাজেট অধিবেশনের, বেসরকারি সংস্থার কর্মীরা পাবেন ২০ লক্ষ টাকা কর মুক্ত গ্র্যাচুইটি

বিলে কেন্দ্রীয় আইনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ এবং গ্র্যাচুইটির পরিমাণ নিয়ে নির্দেশিকা জারি করতে বলা হয়েছে।
ফ্যাক্টরি, খনি, তৈলক্ষেত্র, প্ল্যান্টেশন, পোর্ট, রেল, দোকান কিংবা অন্য় এসট্যাবলিসমেন্টের কর্মীদের গ্র্যাচুইটি দিতে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট ১৯৭২। কোনও সংস্থায় টানা ৫ বছর কাজ করলে কোনও কর্মী গ্র্যাচুইটির দাবিদার হয়ে থাকেন।

কর্মীদের গ্র্যাচুইটি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মীর সর্বশেষ বেতন (মূল বেতন ও মহার্ঘ ভাতা) -এর সঙ্গে মোট যত বছর চাকরি করেছেন এবং প্রতিবছরের ১৫ দিনের বেতন গুণ করে তাকে ২৬ দিয়ে ভাগ করা হয়। আইন অনুযায়ী, দশ জন বা তার বেশি কর্মী কাজ করেন এমন যে কোনও সংস্থাকে টানা ৫ বছর কাজ করেছেন এমন কর্মীকে গ্র্যাচুইটি দিতে হয়।

English summary
Tax free Rs 20 Lakh Gratuity for Employees may be a reality after the Budget session
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X