For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেবিনে ঢুকে গুলি টাটার প্রাক্তন কর্মীর! বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু বাঙালি ম্যানেজারের

ছাঁটাই হওয়া প্রাক্তন কর্মীর গুলিতে প্রাণ হারালেন টাটা স্টিলের পদস্থ আধিকারিক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। গত অগাস্টে ছাঁটাই করা হয়েছিল টাটা স্টিল প্রোসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মীকে

  • |
Google Oneindia Bengali News

ছাঁটাই হওয়া প্রাক্তন কর্মীর গুলিতে প্রাণ হারালেন টাটা স্টিলের পদস্থ আধিকারিক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। গত অগাস্টে ছাঁটাই করা হয়েছিল টাটা স্টিল প্রোসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মী বিশ্বাস পাণ্ডেকে। তিনিই সিনিয়র ম্যানেজার অরিন্দম পালের ওপর গুলি চালান বলে জানা গিয়েছে।

কেবিনে ঢুকে গুলি টাটার প্রাক্তন কর্মীর! বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু বাঙালি ম্যানেজারের

আদতে এলাহাবাদের বাসিন্দা বছর বত্রিশের বিশ্বাস পাণ্ডে। পিস্তল নিয়ে বাটা রোড দিয়ে টাটা স্টিলের অফিসে প্রবেশ করে। সরাসরি কোম্পানির সাপ্লাই চেনের পদস্থ আধিকারিক অরিন্দম পালের কেবিনে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। পরে কারখানার পিছনের গেট গিয়ে পালিয়ে যায় সে। ঘটনাস্থল দিল্লি সীমান্ত থেকে প্রায় ১০ কিমি দূরে।

কেবিনে ঢুকে গুলি টাটার প্রাক্তন কর্মীর! বিজেপি শাসিত রাজ্যে মৃত্যু বাঙালি ম্যানেজারের

গুলির আওয়াজ পেয়েই সেখানে ছুটে যান অন্য কর্মীরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অরিন্দম পালকে মৃত বলে ঘোষণা করেন।
মুজেসার থানার স্টেশন হাউস অফিসার অশোক কুমার জানিয়েছেন, হাসপাতাল থেকে তাঁরা ফোন পেয়েছিলেন। তবে পুলিশ পৌঁছনোর আগেই মৃত্যু হয় অরিন্দম পালের।
পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ।

টাটা স্টিলের সিনিয়র ম্যানেজার অরিন্দম পালের দেহ বাদশা খান হাসপাতালে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য।

টাটা স্টিল প্রসেসিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন-এর তরফে থেকে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। বাবা-মা-স্ত্রী ছাড়াও অরিন্দম পালের এক কন্যাও রয়েছে। কোম্পানির তরফে পরিবারকে সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।

অভিযুক্ত বিশাস পাণ্ডে কোম্পানি কাজ করেছেন ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত। অগাস্টে চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

English summary
Tata Steel senior manager allegedly shot dead by former employee in Haryana's Faridabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X