For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীতীশ তো হচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু উপমুখ্যমন্ত্রী কে, চলছে নানা জল্পনা

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার(nitish kumar)। যদিও এখনও তাঁর ডেপুটি হিসেবে কে থাকবেন, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সুশীল মোদীর উপমুখ্যম

  • |
Google Oneindia Bengali News

সোমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার(nitish kumar)। যদিও এখনও তাঁর ডেপুটি হিসেবে কে থাকবেন, তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে সুশীল মোদীর উপমুখ্যমন্ত্রী না হওয়ার সম্ভাবনা প্রবল। কেননা গেরুয়া শিবিরের তরফে বিহারে বিধানসভায় দলনেতা হিসেবে তারকিশোর প্রসাদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার শপথ নীতীশ কুমারের

সোমবার শপথ নীতীশ কুমারের

সোমবার নীতীশ কুমারের বাসভবন লাগোয় রাজভবনে হবে চতুর্থবারের শপথগ্রহণ অনুষ্ঠান। কাকে কোন বিভাগের দায়িত্ব দেওয়া হবে, তা শপথগ্রহণের পরেই জানানো হবে বলে জানিয়েছেন নীতীশ কুমার। বিকেল ৪.৩০-এ শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রাথমিক ভাবে স্থির হয়েছে ৩৬ সদস্যের মন্ত্রিসভা হতে চলেছে বিহারে। তাতে ২২ জন থাকবেন বিজেপি থেকে আর নীতীশের জেডিইউ থেকে থাকবেন ১২ জন। অন্যদিকে হাম ও ভিআইপি থেকে থাকবেন একজন করে। বিধানসভা ভোটের ফল বেরনোর পরেই যখন দেখা যায় জেডিইউ-এর আসন সংখ্যা বিজেপির থেকে কম, সেই সময় প্রশ্ন ওঠে, তাহলে কি নীতীশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন না, তখন বিজেপির তরফে জানানো হয় বিহারে এনডিএ-র মুখ হবেন নীতীশ কুমারও। যদিও মহাজোটের নেতা তেজস্বী যাদব প্রশ্ন তুলেছিলেন এত কম আসন নিয়ে কেউ কি মুখ্যমন্ত্রী আসনে বসতে পারেন?

 উপ মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা

উপ মুখ্যমন্ত্রীর পদ নিয়ে জল্পনা

তবে বিহারের উপমুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা অবশ্য এখনও জানা যায়নি। যে তিন নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে সেই তিন নামের মধ্যে সুশীল কুমারের নামও রয়েছে। এছাড়াও বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত তার কিশোর প্রসাদ এবং রেণু দেবীর নামও উঠে আসছে। আবার শোনা যাচ্ছে দুজন উপমুখ্যমন্ত্রীও করা হতে পারে। সুশীল কুমার ইতিমধ্যেই কাটিহারের বিজেপি বিধায়ক তারকিশোর প্রসাদকে অভিনন্দন জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, তারকিশোর প্রসাদকে সর্বসম্মত ভাবে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে।

বিজেপি ও সংঘ পরিবারের প্রতি কৃতজ্ঞ সুশীল কুমার মোদী

বিজেপি ও সংঘ পরিবারের প্রতি কৃতজ্ঞ সুশীল কুমার মোদী

এপর একটি টুইটে সুশীল কুমার জানিয়েছেন, ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার তাঁকে অনেক কিছু দিয়েছে। তাঁকে ভবিষ্যতে যে কাজ দেওয়া হবে, তা তিনি পালন করবেন। কেননা কর্মীর পদকে কেউ কেড়ে নিতে পারে না।

কেন্দ্রে মন্ত্রী হতে পারেন সুশীল কুমার মোদী

কেন্দ্রে মন্ত্রী হতে পারেন সুশীল কুমার মোদী

সূত্রের খবর অনুযায়ী, সুশীল মোদীকে দিল্লি নিয়ে যাওয়া হবে। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তাঁকে কি নীতীশ কুমারের ডেপুটি করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে বলেন, তিনি এবিষয়ে কোনও মন্তব্য করতে পারছেন না।

স্পিকার পদ পেতে পারে বিজেপি

স্পিকার পদ পেতে পারে বিজেপি

বিহার বিধানসভায় এবার বিজেপি দ্বিতীয় বৃহত্তম দল। তাদের আসন সংখ্যা ৭৪। জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন। ফলে মন্ত্রিত্বের দিক থেকে যেমন বিজেপির দাবি বেশি, ঠিক তেমনই স্পিকার পদও এবার বিজেপির হাতে যেতে পারে।

English summary
Tarkishor Prasad may be the next Deputy CM of Bihar, as he elected as the leader of the BJP in assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X