For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯ বছর পর কংগ্রেসে ফিরলেন ‘ঘরের ছেলে’, ’১৯-এর লক্ষ্যে শক্তিবৃদ্ধি রাহুলের দল

১৯ বছর আগে কংগ্রেস ছেড়েছিলেন। শারদ পাওয়ার ও পিএ সাংমার সঙ্গে গড়েছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। সেই পার্টি ছেড়ে আবার কংগ্রেসে ফিরে এলেন আনোয়ার।

  • |
Google Oneindia Bengali News

প্রায় দু-দশক পর ঘরে ফিরলেন তারিক আনোয়ার। ১৯ বছর আগে কংগ্রেস ছেড়েছিলেন। শারদ পাওয়ার ও পিএ সাংমার সঙ্গে গড়েছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। সেই পার্টি ছেড়ে আবার কংগ্রেসে ফিরে এলেন আনোয়ার। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বাসভবনে গিয়ে দেখা করেন তিনি, তারপর যোগ দেন কংগ্রেসে।

এনসিপি ছেড়ে কংগ্রেসে

এনসিপি ছেড়ে কংগ্রেসে

গত ২৮ সেপ্টেম্বর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ছেড়েছিলেন তারিক আনোয়ার। এনসিপি প্রধান শারদ পাওয়ারের সঙ্গে মনোমালিন্যের জেরে দল ছাড়েন তিনি। প্রায় এক মাস ভাবার পর তিনি পুরনো দলেরই ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। সেইমতো শনিবার তুঘলক রোডে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে কংগ্রেসে যোগ দেন।

রাহুলের বাড়িতে সদলবলে আনোয়ার

শনিবার তুঘলক লেনের বাড়িতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তারিক আনোয়ার। সঙ্গে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক গেহলট, বিহারের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা শক্তি সিং গোহেল। তাঁর কংগ্রেস যোগদানের সিদ্ধান্তে রাহুল গান্ধী অভিনন্দন জানান আনোয়ারকে।

শক্তি বাড়াল কংগ্রেস

শক্তি বাড়াল কংগ্রেস

আনোয়ারের যোগদানে লোকসভা ভোটের আগে শক্তি বাড়ল কংগ্রেসের। তাঁর যোগদানে বিহারে শক্তিশালী হবে কংগ্রেস। পুরনো নেতাদের কংগ্রেসে ফিরে আসা ২০১৯-এর আগে শুভ লক্ষণ বলেই মনে করছে নেতৃত্ব। কংগ্রেস মনে করছে, এসবই ইঙ্গিত করছে এবার কংগ্রেস দিল্লির ক্ষমতায় ফিরে আসতে পারে জোটসঙ্গীদের নিয়ে।

মোদীর বিরোধিতায় কংগ্রেসে

মোদীর বিরোধিতায় কংগ্রেসে

২৮ সেপ্টেম্বর এনসিপি ছেড়ে আনোয়ার বলেছিলেন, শারদ পাওয়াপর রাফাল কেলেঙ্কারিতে মোদী সরকারকে ক্লিনচিট দিয়েছিলেন যেভাবে, তা তিনি মানতে পারেননি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এটা ছিল তাঁর নীরব প্রতিবাদ। তখনই আভাস দিয়েছিলেন কংগ্রেস ফিরতে পারেন। সেই সম্ভাবনাই সত্যি হল এদিন।

লোকসভার সদস্যপদও ছাড়বেন তারিক

লোকসভার সদস্যপদও ছাড়বেন তারিক

২০১৪ সালে বিহারের কাটিহার কেন্দ্র থেকে লোকসভার সাংসদ নির্বাচিত হন তারিক আনোয়ার। কংগ্রেস ও রাষ্ট্রীয় লোক দলের সমর্থনে তিনি জয়ী হন। ওই কেন্দ্র থেকেই তিনি কংগ্রেসের টিকিটে প্রথম জয়ী হয়েছিলেন। তারপর এনসিপির টিকিটেও সাংসদ হন। তবে সেই সাংসদপদ তিনি ছেড়ে দিচ্ছেন ২০১৯-এর আগে।

মাত্র ২৯ বছর বয়সে সাংসদ

মাত্র ২৯ বছর বয়সে সাংসদ

মাত্র ২৯ বছর বয়সে প্রথম সাসংদ নির্বাচিত হয়েছিলেন তারিক আনোয়ার। ১৯৮০ সালে তিনি সাংসদ নির্বাচিত হল কাটিহার থেকে। এনসিপির প্রতিষ্ঠাতা সদস্য তারিক আনোয়ার চারবার কাটিহার থেকে সাংসদ নির্বাচিত হন। এবার তিনি ফের কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে লড়তে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

১৯ বছর আগের জোট ভেঙে গেল

১৯ বছর আগের জোট ভেঙে গেল

১৯ বছর আগে অর্থায ১৯৯৯ সালে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন শারদ পাওয়ার শিবিরে। পাওয়ার, সাংমা ও আনোয়ার ত্রয়ী মিলে তৈরি করেছিলেন জাতীয়তাবাদী কংগ্রেস। সেই জোটে ভাঙন ধরল তারিক আনোয়ারের দলত্যাগে। ফের তিনি ঘরে ফিরে বার্তা দিলেন, তাঁর মন কংগ্রেসেই ছিল।

English summary
Tariq Anoar returns in Congress leaving NCP after 19 years. He leaved Congress in 1999. Then build NCP with Sharad Pawar and PA Sangma.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X