বাড়ছে নির্বাচনী উত্তাপ! ফেব্রুয়ারির শুরুতেই ফের অসম সফরে মোদী
দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এদিকে আসন্ন বিধানসভা ভোটে বাংলা, তালিলনাড়ু, কেরলে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি অসমেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। এমতাবস্থায় নির্বাচনে প্রচারে আসরে নামতে চলছেন পদ্ম শিবিরের একের পর এক তাবড় তাবড় নেতারা। এমতাবস্থায় এবার আগামী ৭ ফেব্রুয়ারি অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনই বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মূলত আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই যে বারংবারং বার মোদীর পা অসমের মাটিতে পড়ছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২৩ জানুয়ারি অসমের শিবাসাগর জেলার জেরেঙ্গা পোথারে এক বিশাল জনসভায় যোগ দেন মোদী। সেখানে প্রায় ১ লক্ষ বাস্তুহীন মানুষের হাতেই 'পাট্টা’ বা জমির পাট্টা তুলে দেন মোদী।
এমতাবস্থায় এবার পরবর্তী সফরে বিশ্বনাথ জেলার সদর দফতরে বিশ্বনাথ চড়ালীতে একটি মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের কথা রয়েছে মোদীর। অন্যদিকে দলীয় সূত্রে খবর, ওই দিনই একই জেলার মোহনপুরের কাছে আরও একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।এদিকে মোদীর সফরকে ঘিরে স্বভাবতই উচ্ছ্বাসে ভাসতে দেখা গিয়েছে অসমের বিজেপি কর্মী সমর্থকদের। অন্যদিকে অসন্ন বিধানসভা নির্বাচনে মোট ১২৬ টি আসনের মধ্যে ১০০ টির বেশি আসনে জয়লাভের আগাম ঘোষণাও সেরে ফেলেছে পদ্ম শিবির।
সৌমিত্র খাঁর সভায় উস্কানির পরেই খুন, হুঙ্কার অনুব্রতর, বিজেপি নেতার নামে লিখিত অভিযোগ মঙ্গলকোটে