For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Adani Controversy: 'নীরব' মোদীকে জাগাতে নিশানা! আদানির ভাইকে অভিযুক্ত করে কংগ্রেসের প্রথম তিন প্রশ্ন

দেশে গত কয়েক বছরে গৌতম আদানির নামের সঙ্গে সাধারণ মানুষ পরিচিত হলেও, তাঁর ভাই তেমনভাবে পরিচিত নন। তিনি থাকেন বিদেশে। কংগ্রেসের অভিযোগ, বিদেশ থেকেই আদানি গোষ্ঠীর শেল কোম্পানির মাধ্যমে জালিয়াতি করেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী খুব ভাল সম্পর্ক। যে কারণে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পরে আদানিদের বিভিন্ন সংস্থার শেয়ার দাম পড়েছে দেদার। কিন্তু দেশে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সরকার। এমনটাই অভিযোগ কংগ্রেসের। সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী নিশানা করে কংগ্রেস আদানি ইস্যুতে প্রতিদিন তিনটি করে প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে কংগ্রেস বলছে, পানামা পেপারস ফাঁসের পরেও প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। তারপরেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

কেন আদানি নিয়ে 'নীরব' মোদী

কংগ্রেস তথা বিরোধীরা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন। নির্বাচনী ফান্ডে আদানিদের বন্ড নিয়েও অভিযোগ উঠেছে। নির্বাচনী বন্ডে বিজেপি সব থেকে বেশি সাহায্য পেয়েছে আদানিদের থেকে, অভিযোগ এমনটাই। তবে মোদী সরকারের তরফে এব্যাপারে কোনও কথা বলা হয়নি। সেই জায়গা থেকেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন, এই নীরবতাই মোদী সরকারের সঙ্গে আদানিদের যোগসাজসের ইঙ্গিত দেয়। কংগ্রেস এদিন থেকে প্রতিদিন তিনটি করে প্রশ্ন করবে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশে, জানিয়ে দেন তিনি।

প্রথম প্রশ্ন

প্রথম প্রশ্নে কংগ্রেসের তরফে এদিন গৌতম আদানির ভাই বিনোদ আদানিকে নিশানা করে বলা হয়েছে, পানামা পেপার্সে এর নাম ছিল। এই ব্যক্তি বাহামা এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে অফশোর এন্টিটিস পরিচালনা করেন। তিনিই স্টক ম্যানিপুলেশনে জড়িত বলে অভিযোগ রয়েছে। তিনিই শেল কোম্পানিগুলির মাধ্যমে জালিয়াতি করেছেন। কংগ্রেস বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আন্তরিকতার দাবি করেন। আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়েই দেশকে নোটবন্দির মতো ভারী মূল্য দিতে হয়েছে। কংগ্রেসের তরফে তদন্তের গুণমান এবং আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

দ্বিতীয় প্রশ্ন

দ্বিতীয় প্রশ্ন

কংগ্রেসের তরফে এদিনের দ্বিতীয় প্রশ্নে, প্রধানমন্ত্রীকে নিশানা করে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখাতে এবং বন্ধুদের আর্থিক স্বার্থ বিরোধী ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শাস্তি দিতে ইডি, সিবিআই এবং আয়কর দফতরকে ব্যবহার করেছেন। কিন্তু আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বছরের পর বছর ধরে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন প্রধানমন্ত্রী অধীনে কি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশা রয়েছে?

 তৃতীয় প্রশ্ন

তৃতীয় প্রশ্ন

কংগ্রেসের তরফে এদিনের তৃতীয় প্রশ্নে বলা হয়েছে, একটি ব্যবসায়িক গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকার পরেও কীভাবে তারা গুরুতর তদন্ত থেকে রক্ষা পেতে পারে এবং তাদেরকে কীভাবে বিমানবন্দর, সমুদ্রবন্দর তৈরি করার একচেটিয়া অধিকার দেওয়া যায়? কংগ্রেসের কটাক্ষ, গত কয়েক বছরে দুর্নীতি বিরোধী বক্তব্য থেকে আদানি গ্রুপের লাভবান কি অপরিহার্য ছিল?

বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, অবশেষে দরজা খুললেন অভিষেকবিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগ দিলেন আরও এক বিধায়ক, অবশেষে দরজা খুললেন অভিষেক

English summary
Targeting Gautam Adani's brother Vinod Adani congress throws first three questions to PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X