For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Meghalaya election 2023: নিশ্চিত করবেন প্রতিটি নাগরিকের প্রাপ্য! মেঘালয়ে প্রচারে গোয়া মডেলে আস্থা অভিষেকের

Meghalaya election 2023: নিশ্চিত করবেন প্রতিটি নাগরিকের প্রাপ্য! মেঘালয়ে প্রচারে গোয়া মডেলে আস্থা অভিষেকের

  • |
Google Oneindia Bengali News

ভোটের দিন ঘোষণার দিনই মেঘালয়ে প্রচার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে তিনি একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করেছেন। ডাক দিয়েছেন, কংগ্রেসকে ভোট না দেওয়ার। পাশাপাশি তিনি বলেছেন, জনপ্রতিনিধি হিসেবে মেঘালয়ের প্রতিটি মানুষের প্রাপ্য নিশ্চিত করবেন।

 মেঘালয়ের জোট সরকারকে নিশানা

মেঘালয়ের জোট সরকারকে নিশানা

এদিন মেদিপাথরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয়ের বিজেপি ও এনপিপি সরকারকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন। উত্তর-পূর্বের এই রাজ্যে ঘাসফুল ফোটানোর ডাক দেন তিনি। অন্যদিকে, একইমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত এবার মেঘালয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল কংগ্রেস। তিনি দলের সরকারের শপথগ্রহণের দিন হাজির থাকবেন বলে আগাম জানিয়ে রেখেছেন।

মেঘালয় চালাবেন ভূমিপুত্ররা

মেঘালয় চালাবেন ভূমিপুত্ররা

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, মেঘালয় চালাবেন ভূমিপুত্ররা। দিল্লি কিংবা গুয়াহাটি থেকে তা চলবে না। সরকারে এলে তৃণমূল কংগ্রেস সেটা নিশ্চিত করবে বলেও জানান তিনি। মেঘালয়ে সরকারের সব থেকে বড় দল এনপিপি। তারা বিজেপি নেতৃত্বাধীন উত্তর-পূর্বের দলগুলির জোট নেডার- সদস্য। নেডার বিষয়টি দেখাশোনা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিরোধীরা বারে বারে অভিযোগ করেছেন, হিমন্ত বিশ্বশর্মার অঙ্গুলি হেলনে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য সরকার চালিত হয়।

কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে দেওয়া

কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে দেওয়া

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বিজেপিকে ভোট দেওয়া। সেই কারণে কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন তিনি রেখেছেন রাজ্যের জনগণের কাছে। কংগ্রেসের অবস্থা বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ফেলে বিজেপির সরকার হওয়া এবং গোয়ায় কংগ্রেস বিধায়কদের বিজেপিতে যোগদানের কথাও তুলে ধরেন। প্রসঙ্গত গত বছরে গোয়ার ভোটের সময়েও একই ধরনের প্রচার সেখানে করেছিল তৃণমূল কংগ্রেস। তবে গোয়ায় প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরোকে সামনে রেখেও নির্বাচনে সুবিধা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর মেঘালয়ে তারা প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী মুকুল সাংমাকে সামনে রেখে নির্বাচনী যুদ্ধে নেমেছে।

মেঘালয়ের সোনালী দিন ফেরানো হবে

মেঘালয়ের সোনালী দিন ফেরানো হবে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আশ্বাস দিয়ে বলেছএন, মেঘালয়ের সোনালী দিন ফিরিয়ে আনবেন। পাশাপাশি তিনি বলেছেন প্রতিটি নাগরিকের প্রাপ্য নিশ্চিত করবেন। আগামী ৫০ দিন মেঘালয়ের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি জনগণের কাছে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন মেঘালয় যা মেঘের আবার হিসেবে পরিচিত, বর্তমানে দুর্নীতির নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। সমাবেশে তৃণমূলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকুল সাংমা অনুমোদনের পরেও রেসুবেলপাড়া এবং মেন্দিপাথারে রাস্তা-সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ না হওয়ার জন্য বর্তমান সরকারকে নিশানা করেন।

ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা! একনজরে তিন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা! একনজরে তিন রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি

English summary
Targeting Cong and BJP Abhishek Banerjee ensure that every citizen will get what they deserve in Meghalaya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X