For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেটে উত্তর ভারতের ১০ টি গ্যাং! ভোর থেকে দিল্লি-পঞ্জাব-হরিয়ানার ৬০ টি জায়গায় NIA তল্লাশি

সোমবার ভোর থেকে দিল্লি-হরিয়ানা-পঞ্জাহ-সহ উত্তর ভারতের অন্তত ৬০ টি জায়গায় তল্লাশি (raid) অভিযান শুরু করেছে এনআইএ (NIA)) । এনআইএ সূত্রে খবর সংগঠিত বেশ কয়েকটি গ্যাংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই গ্যাংগুল

  • |
Google Oneindia Bengali News

সোমবার ভোর থেকে দিল্লি-হরিয়ানা-পঞ্জাহ-সহ উত্তর ভারতের অন্তত ৬০ টি জায়গায় তল্লাশি (raid) অভিযান শুরু করেছে এনআইএ (NIA)) । এনআইএ সূত্রে খবর সংগঠিত বেশ কয়েকটি গ্যাংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই গ্যাংগুলি মাদক-সন্ত্রাস, অস্ত্র চোরাচালান-সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত। এর আগে জম্মু ও কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ।

১০ গ্যাংস্টারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত

১০ গ্যাংস্টারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত

টার্গেট কিলিং-সহ নানা অপকর্মে জড়িত ১০ গ্যাংস্টারের বিরুদ্ধে আগেই মামলা নথিভুক্ত করেছিল এনআইএ। এর মধ্যে উল্লেখযোগ্য হল নীরজ বাওয়ানা গ্যাং, লরেন্স বিষ্ণোই, টিল্লু তাজপুরিয়া গ্যাং। সেই সূত্রেই দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, পশ্চিম উত্তর প্রদেশে এদিন অভিযান চালানো হয়। ইতিমধ্যেই এই গ্যাং লিডারদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্যাংয়ের সঙ্গে আইএসআই- খালিস্তানি যোগ

গ্যাংয়ের সঙ্গে আইএসআই- খালিস্তানি যোগ

এর আগে তদন্তের সময়ে এইসব গ্যাংয়ের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং খালিস্তানি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক সামনে এসেছে। সেই অনুযায়ী তালিকা তৈরি করে এনআইএ। তারপরেই এনআইএ তল্লাসি অভিযান আরও জোরদার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এনআইএ-র তরফে বলা হয়েছে, গ্যাংগুলি টার্গেট কিলিং-এর সঙ্গে যুক্ত। তা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় যুবকদের সঙ্গে প্রতারণাও করছে। এইসব গ্যাং সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলেই মত এনআইএ-র।
গত কয়েকমাসে আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক ফেলার ঘটনাও ধরা পড়েছে। তদন্তকারীদের সামনে রয়েছে বলিউড তারকা সলমন খানকে পাঠানো হুমকি চিঠিও।

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে নীরজ বাওয়ানার গ্যাং ওয়ার

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে নীরজ বাওয়ানার গ্যাং ওয়ার

লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে নীরজ বাওয়ানার গ্যাং ওয়ার রয়েছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে নীরজ বাওয়ানা জেলে থাকলেও, তার সঙ্গীরা বাইরে। বেশ কিছুদিন আগে পঞ্জাবি গায়ক-রাজনীতিবিদ মুসেওয়ালাকে হত্যার কয়েকঘন্টা পরে গিল্লির নীরজ বাওয়ানা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণায় চাঞ্চল্য তৈরি হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইউএপিএ ধারা

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইউএপিএ ধারা

দিল্লি পুলিশের বিশেষ সেল লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার-সহ অনেক বড় গ্যাংস্টারদের বিরুপদ্ধে এফআইআর দায়ের করেছে। এনআইএ-ও বিষয়টি নিয়ে তদন্ত করছে। মূলত স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে গ্যাংগুলিকে দমন করতে ইউএপিএ ধারা প্রয়োগ করা হয়। তদন্তকারীদের হাতে থাকা তথ্য অনুযায়ী লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার, বিক্রম ব্রার, জগ্গু ভগবান, কালা জাথেদি, সচিন থাপন, আনমোল বিষ্ণোই পাকিস্তান থেকে দুবাই এমন কী কানাডায় বসে কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তদন্তকারীদের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী লরেন্স বিষ্ণোই পাকিস্তানে থাকা খালিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্দার ঘনিষ্ঠ।

(ফাইল ছবি)

ভারী-অতিভারী বৃষ্টিতে ভাসতে পারে কয়েকটি জেলা! বাংলায় দুর্যোগ কতদিন, এক নজরে আবহাওয়া দফতরের পূর্বাভাসভারী-অতিভারী বৃষ্টিতে ভাসতে পারে কয়েকটি জেলা! বাংলায় দুর্যোগ কতদিন, এক নজরে আবহাওয়া দফতরের পূর্বাভাস

English summary
Targeting 10 gangs of North India, NIA searches at 60 places in Delhi-Punjab-Haryana since dawn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X