For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে মোদীর এনআরসি প্রতিশ্রুতিকে 'জুমলাবাজি' বলে তোপ তপোধীর ভট্টাচার্যের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনআরসি বক্তব্যকে 'জুলমাবাজি' বলে তোপ দেগেছেন তপোধীর ভট্টাচার্য।

  • |
Google Oneindia Bengali News

অসমের বাঙালিদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও ভারতীয় নাগরিককে জাতীয় নাগরিকপঞ্জীর তালিকা থেকে বাদ দেওয়া হবে না। অসমে জনসভায় এমনই বক্তব্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অসমের শিলচরে জনসভায় বক্তব্য রাখেন মোদী। জানান, বৈধ ভারতীয়দের স্থান হবে এনআরসি-র তালিকায়। তবে তাঁর এই বক্তব্যকে 'জুলমাবাজি' বলে তোপ দেগেছেন প্রাক্তন উপাচার্য, তথা শিলচরের 'নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি'র সভাপতি তপোধীর ভট্টাচার্য।

অসমে মোদীর এনআরসি প্রতিশ্রুতিকে জুমলাবাজি বলে তোপ তপোধীরের

মোদী বলেছেন, কোনও ভারতীয় নাগরিকই এনআরসি তালিকার বাইরে থাকবেন না। এই প্রসঙ্গে তপোধীর ভট্টাচার্য বলেছেন, এটা তো আজকের কথা নয়। দেড় বছর ধরেই একথা বলা হচ্ছে। আমরা শুনতে চাইছিলাম, পাঁচ বছর আগে নির্বাচনী প্রচারে এসে এই প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে এনআরসি নিয়ে একজন যে আত্মহত্যা করেছিলেন, তারপর আর কেউ আত্মহত্যা করবে না। তারপরে ৪৯জন আত্মহত্যা করেছেন।

তপোধীরের তোপ, মোদী বলেছিলেন, নির্বাচনে জিতে তিন মাসের মধ্যে বন্দি শিবির তুলে ফেলবেন। অথচ এখন নতুন নতুন বন্দি শিবির তৈরি হয়েছে। ১২ লক্ষের মতো মানুষ আবেদনই করতে পারেননি। তাঁদের কী হবে, সেই সম্পর্কেও প্রধানমন্ত্রী কিছু জানাতে পারেননি।

[আরও পড়ুন:অসমে গিয়ে এনআরসি নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা মোদীর][আরও পড়ুন:অসমে গিয়ে এনআরসি নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বড় ঘোষণা মোদীর]

এছাড়া 'আসল ভারতীয় নাগরিক' এই তকমাতেও আপত্তি রয়েছে তাঁর। স্পষ্ট বলেছেন তপোধীর। তাঁর মতে সরকার পন্থীদেরই 'জেনুইন' ভারতীয় স্বীকার করা হচ্ছে। বাকীদের বাদ দেওয়া চেষ্টা চলছে। ফলে মোদী নতুন কোনও কথা অসমে এসে এদিন বলেননি বলেই তপোধীর ভট্টাচার্য দাবি করেছেন। মিথ্যা প্রতিশ্রুতির দায়ে মোদীকে দায়ী করে তাঁর আক্ষেপ, আমাদের ভাগ্যে বড় শূন্য জুটেছে। কিছু পূরণ করেনি। অসমের বাঙালিদের তো বটেই, সারা দেশেই মোদী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।

English summary
Tapodhir Bhattacharya slams PM Modi's NRC assurance in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X