For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতি আর অনিময়ম রুখতে চরম বার্তা স্ট্যালিনের, কী হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

দুর্নীতি আর অনিময়ম রুখতে চরম বার্তা স্ট্যালিনের, কী হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

দুর্নীতি আর অনিয়ম কোনও ভাবেই বরদাস্ত করতে রাজি নন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। তিনি রীতিমত কড়া বার্তা দিয়েছেন। এমকে স্টালিন জানিয়ে দিয়েছেন তাঁর শাসনকালে কেউ যদি অনিয়ম এবং দুর্নীতে জড়িয়ে পড়েন তাহলে একনায়কতন্ত্রীর মত আচরণ করতে তাঁর সময় লাগবে না।

দুর্নীতি আর অনিময়ম রুখতে চরম বার্তা স্ট্যালিনের, কী হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

হঠাৎ করে স্টালিনের এই চরমবার্তার নেপথ্যে কারণ কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক আঞ্চলিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,'আমার এক বন্ধু আমায় সতর্ক করে বলেছে যে আমি বড় বেশি গণতান্ত্রিক হয়ে পড়েছি। তাতে শান্তি বজায় রাখা কঠিন হবে। কিন্তু এখানে জানিয়ে রাখা জরুরি যে আমার শাসনকালে যদি অনিয়ম এবং দুর্নীতি বেড়ে যায়। তার বিরুদ্ধে পদক্ষেপ করতে কিন্তু বিন্দু মাত্র সময় লাগবে না আমার। উল্টে আরও বেশি করে কড়া পদক্ষেপ করতে শুরু করব। তখন একক নায়কের ভূমিকা নিয়ে নেব।'

স্টালিনের এই বক্তব্যে যে প্রচ্ছন্ন হুমকি ছিল তাতে কোনও সন্দেহ নেই। তিনি কড়া বার্তা দিয়ে বলেেছন, 'গণতন্ত্রের অর্থ নয় যা খুশি তাই করা। সকলের মতামতকে সম্মান েদওয়া গণতন্ত্রের মধ্যেই পড়ে। সেই সঙ্গে দলের মহিলা প্রতিনিধিদের তিনি বলেছেন রাজনীতির অর্থ নয় যে তিনি তাঁর পরিবারের প্রতি, স্বামীর প্রতি দায়িত্ব ভুলে যাবেন। সব দায়িত্ব নিয়েই তাঁদের মানুষের জন্য কাজ করতে হবে।'

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! মাঝ আকাশে মোদীর কপ্টারের সামনে একাধিক কালো বেলুন বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! মাঝ আকাশে মোদীর কপ্টারের সামনে একাধিক কালো বেলুন

প্রসঙ্গত উল্লেখ্য যে কয়েকটি দেশে অবিজেপি সরকার রয়েছে তার মধ্য অন্যতম তামিলনাড়ু। সেখানে বিজেপি দাঁত ফোটাতে পারেনি। এদিকে একের পর এক অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। তাঁদের সরকার ফেলার চক্রান্ত চলছে। কর্নাটক, মধ্যপ্রদেশের পর মহারাষ্ট্রেও অবিজেপি সরকারের পতন ঘটিয়ে নিজেরা সরকার গড়েছে। লোকসভা ভোটের আগে অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করে এগোচ্ছে বিজেপি। মহারাষ্ট্রের সরকার পতনের পরেই বাংলাকে টার্গেট করা হবে বলে গুঞ্জন শুরু হয়েছে। এদিকে আবার পাঞ্জাবে অমরিন্দর সিং বিজেপিতে যোগ দিতে চলেছেন।

English summary
Tamilnadu CM MK Stalin said he will be dictator
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X