For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটে তৃতীয় ফ্রন্ট হতে পারে তামিলনাড়ুর বুকে! কমল হাসান দিয়ে রাখলেন কোন আভাস

একুশের ভোটে তৃতীয় ফ্রন্ট হতে পারে তামিলনাড়ুর বুকে! কমল হাসান দিয়ে রাখলেন কোন আভাস

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর বুকে একাধিক সমীকরণ উঠে আসতে শুরু করেছে রাজনৈতিক জোট অঙ্ক ঘিরে। একদিকে, বহু কাঠখড় পুড়িয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে ফেলেছে এআইএডিএমকে। অন্যদিকে কংগ্রেসের হাত ধরে ডিএমকে জোট গড়ছে। সেই জায়গা থেকে নতুন করে তৃতীয় ফ্রন্টের আভাস দিলেন মাক্কাল নিধি মাইয়াম পার্টির নেতা কমল হাসান।

তৃতীয় ফ্রন্ট শিগগির!

তৃতীয় ফ্রন্ট শিগগির!

কমল হাসান জানিয়েছেন, খুব শিঘ্রই মক্কাল নিধি মাইয়ামের তরফে রাজ্যে একটি তৃতীয় ফ্রন্ট গড়ার খবর আসতে পারে। সেই ফ্রন্ট যে কমলের নেতৃত্বে থাকবে, তাও জানাতে ভোলেননি কমল হাসান। তিনি জানান যা পরিস্থিতি তাতে কার্যত চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে এই জোটের অঙ্ক।

 জোট নিয়ে কী বলছেন কমল?

জোট নিয়ে কী বলছেন কমল?

একটা সময় কমল ক্যাম্পের সঙ্গে আসাদউদ্দিনের এআইএমআইএম এর জোট হতে পারে বলে শোনা গিয়েছিল। আর এবার কমল বলছেন, জোট গড়ার প্রস্তাব তাঁর কাছে আসে। এর আগে জোট নিয়ে শুধু নিজেদের মধ্যেই অনেকে আলোচনা করেছেন বলে দাবি করেন কমল। তবে এবার বস্তুনিষ্ঠ কিছু হচ্ছে বলে দাবি তাঁর।

রজনীকান্ত প্রসঙ্গ ও কমল

রজনীকান্ত প্রসঙ্গ ও কমল

উল্লেখ্য, কয়েকদিন আগে রজনীকান্তের সঙ্গে দেখা করতে যান কমল হাসান। সেখানে দুই তারকার মধ্যে কেবলই সৌজন্য সাক্ষাৎকার হয়েছে বলে জানান কমল। তবে রজনীকান্ত যেহেতু রাজনীতি করতে চাইছেন না, তাই রজনীশিবির যে এই জোটে নেই তা বলাই বাহুল্য।

 তাহলে কি সম্ভাবনায় 'আপ'?

তাহলে কি সম্ভাবনায় 'আপ'?

কমল হাসানকে প্রশ্ন করা হয় যে , তাহলে কি তৃতীয় ফ্রন্ট তামিলরাজ্যে আপের সঙ্গে করবে তাঁর দল? উত্তরে কনল হাসান জানান, এখনও পর্যন্ত ওই দলের সঙ্গে সম্পর্ক 'হ্যান্ড শেক লেভেল' এ আছে। তবে রাজ্যের উন্নয়নে যারাই আগ্রহী , তাদেরই স্বাগত জানাতে তৈরি কমলের দল। এমনই দাবি মাক্কাল নিধি মাইয়াম প্রধানের।

শেয়ার বাজারে বড় ধস, একদিনে ১১৪৫ পয়েন্ট পতন সেনসেক্সের! ৫০ হাজারের নিচে নামল সূচকশেয়ার বাজারে বড় ধস, একদিনে ১১৪৫ পয়েন্ট পতন সেনসেক্সের! ৫০ হাজারের নিচে নামল সূচক

English summary
TamilNadu Assembly Election 2021, Kamal Hassan hints at third front
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X