For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়া ভোট নজরে রেখে বাংলায় অমিতের সিএএ প্রতিশ্রুতির পর দক্ষিণী রাজ্যে বিজেপির ওপর নয়া চাপ শরিকের

মতুয়া ভোট নিয়ে বাংলায় অমিতের সিএএ প্রতিশ্রুতির পর দক্ষিণী রাজ্যে বিজেপির ওপর কোন চাপ শরিকের, চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

একদিকে মতুয়া ভোট টানতে মরিয়া বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিএএ নিয়ে আশ্বাস দিয়েছে। অন্যদিকে দক্ষিণে তামিলরাজ্যে বিজেপির শরিক এআইএডিএমকের কণ্ঠে উল্টো সুর। আর এর হাত ধরেই একুশের ভোটের আগেই দেশের একাধিক রাজ্যে ফের একবার প্রাসঙ্গিক হচ্ছে সিএএ।

 অমিত শাহের প্রতিশ্রুতি

অমিত শাহের প্রতিশ্রুতি

এর আগে, মতুয়া ভোটব্যাঙ্ককে টার্গেট করে বাংলার মাটিতে দাঁড়িয়ে অমিত শাহ নিজের জনসভায় জানিয়েছিলেন যে কোভিড টিকাকরণ সম্পন্ন হলই দেশে সিএএ নিয়ে উদ্যোগ নেবে মোদী সরকার।

দক্ষিণে সিএএ নিয়ে কোন হাওয়া?

দক্ষিণে সিএএ নিয়ে কোন হাওয়া?

এদিকে তামিলনাড়ুতে বিজেপির শরিক এআইএডিএমকে জানিয়েছে, একমাত্র তাঁদের সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে। আর সেই মর্মে তারা কেন্দ্রের মোদী সরকারের কাছে সিএএ তুলে নেওয়ার আর্জি জানাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী জানিয়েছেন, তাঁদের কাছে সংখ্যালঘুরা এমনই আবেদন করেছেন। আর সেই আবেদন মোদী সরকারের কাছে পৌঁছে দেবে এইএডিএমকে।

এইএডিএমকের ইস্তেহার

এইএডিএমকের ইস্তেহার

এদিকে, তামিলরাজ্যে ৬ এপ্রিল বিধানসভা নির্বাচন। তার আগে এআইএডিএমকে প্রকাশ করেছে নির্বাচনী ইস্তেহার। সেখানে বিনামূল্যের কুকিং গ্যাস, কৃষক পরিবারে সাড়ে সাত হাজার
টাকার বার্ষিক ভর্তুকি, বিনামূল্যে বাড়ি সহ একাধিক চমক দিয়েছে দল। এর সঙ্গেই রয়েছে সিএএ নিয়ে প্রতিশ্রুতি।

 সিএএ ও বিজেপি

সিএএ ও বিজেপি

প্রসঙ্গত, ২০১৯ সালে সংসদে বিতর্কিত নাগরিকত্ব আইন পাশ হয়। এরপর তা লাগু করতে গেলেই দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে মোদী সরকার। তারপর তারা ব্যাকফুটে যায়। এদিকে, বাংলায় ততক্ষণে নাগরিকত্বের দাবিতে মতুয়ারা তাকিয়ে অমিত শাহদের দিকে। আর তাঁদের ভোটব্যাঙ্কে নজর দিয়ে সিএএর প্রতিশ্রুতি আসে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে। এরপর দক্ষিণীরাজ্যে শরিকের ইস্তেহারে সিএএ তোলার দাবি বিজেপিকে কোন স্টান্সের দিকে নিয়ে যায় সেদিকে নজর সকলের।

নির্বাচনী প্রচারে বেরিয়ে পিডব্লিউডি ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুলনির্বাচনী প্রচারে বেরিয়ে পিডব্লিউডি ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল

English summary
TamilNadu Assembly Election 2021, BJP ally AIADMK says they will ask modi govt to withdraw CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X