For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে জোট খুঁজে পেল মিম, শাসক দল থেকে বহিষ্কৃত নেতাকে সামনে রেখে লড়াই

রাজ্যে জোট খুঁজে পেল মিম, শাসক দল থেকে বহিষ্কৃত নেতাকে সামনে রেখে লড়াই

  • |
Google Oneindia Bengali News

টিটিভি দিনাকরণের নেতৃত্বাধীন আম্মা আক্কাল মুনেত্রা কাজাগম (aamk) বৃহস্পতিবার তাদের প্রার্থীদের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ৫০ জন প্রার্থী। দলের সাধারণ সম্পাদক কোভিলপাত্তি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একদফাতেই তামিলনাড়ুতে (tamil nadu) বিধানসভা নির্বাচন (assembly election) হতে চলেছে ৬ এপ্রিল।

বুধবার ১৫ জনের প্রার্থী তালিকায় প্রকাশ

বুধবার ১৫ জনের প্রার্থী তালিকায় প্রকাশ

বুধবার দলের তরফে ১৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী পি পালানিয়াপ্পান, জি সেনথামাইহান, সি শানমুগাভেলু প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন যথাক্রমে পাপ্পিরেড্ডিপাট্টি, সাইডাপেট এবং মাদাথুকুলাম থেকে।
দুই প্রাক্তন সাংসদ এস আনবাজহাগান এবং কে সুগুমারকে প্রার্থী করা হয়েছে রাসিপুরম এবং পোল্লাচি থেকে। এএমএমকের প্রথম প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন অনেক প্রাক্তন বিধায়ক।

নির্বাচনী লড়াইয়ে নেই শশীকলা

নির্বাচনী লড়াইয়ে নেই শশীকলা

প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার কাছের বলে পরিচিত শশীকলার ভাগ্নে দিনাকরণ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। যদি শশীকলা এবারের নির্বাচন থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি দলীয় কর্মী-সমর্থকদের বলেছেন শাসক এআইএডিএমকের জয় সুনিশ্চিত করতে এবং ডিএমকে কে পরিজিত করতে।
প্রসঙ্গত উল্লেখ্যা দিনাকরণ একটা সময়ে এআইএডিএমকের হয়ে লোকসভা এবং রাজ্যসভারও সদস্য ছিলেন। তাঁকে ২০১৭ সালে দল থেকে বহিষ্কার করা হয়।

 জোট হয়েছে মিমের সঙ্গে

জোট হয়েছে মিমের সঙ্গে

পশ্চিমবঙ্গে জোটের দল এখনও খুঁজে না পেলেও, আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম তামিলনাড়ুতে জোট করেছে এএমএমকের সঙ্গে। তিনটি আসন ছাড়া হয়েছে মিমের জন্য।

তামিলনাড়ুতে ভোট একদফায়

তামিলনাড়ুতে ভোট একদফায়

তামিলনাড়ু বিধানসভায় আসন সংখ্যা ২৩৪। একটি দফাতেই ৬ এপ্রিল নির্বাচন হতে চলেছে সেখানে। তবে সেই লড়াইয়ে দুই বড় দল বল এআইএডিএমকে এবং ডিএমকে।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতি, লকডাউন নিয়ে মাথাব্যথা বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকেরমহারাষ্ট্রের করোনা পরিস্থিতির অবনতি, লকডাউন নিয়ে মাথাব্যথা বাড়ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

English summary
Tamilnadu assembly election 2021: AMMK releases list of 50 candidate, Dhinakaran to contest from Kovilpatti
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X