For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদী, অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, গ্রেফতার তামিল লেখক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতা করা হয়েছে তামিল লেখক নেল্লাই কান্ননকে।

  • |
Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে তামিল লেখক নেল্লাই কান্ননকে। বিতর্কিত মন্তব্যের পরে বিজেপির নেতারা মেরিনা বিচে ধর্নায় বসেন লেখককে গ্রেফতারের দাবি নিয়ে। এরপরেই গ্রেফতার করা হয় নেল্লাই কান্ননকে।

বিজেপির বিক্ষোভের পরেই গ্রেফতার তামিল লেখক

বিজেপির বিক্ষোভের পরেই গ্রেফতার তামিল লেখক

বিজেপির যেসব নেতা এই বিক্ষোভে অংশ নেন, তাঁরা হলেন, পন রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন, এল গণেশন এবং এইচ রাজা। তাঁদের অভিযোগ ছিল প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জীবন নিয়ে হুমকি দিচ্ছিন ওই তামিল লেখক। এরপরেই গ্রেফতার করা হয় তামিল লেখক নেল্লাই কান্ননকে।

মোদী শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যে অভিযোগ

মোদী শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যে অভিযোগ

শনিবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এক সভার আয়োজন করেছিল। অভিযোগ, নেল্লাই কান্নন সেখানে বলেন, তিনি আশ্বর্য হয়ে যাচ্ছেন, মুসলিমরা কেন এখনও মোদী আর শাহকে খুন করেনি। মোদীর পিছনেই রয়েছেন অমিত শাহ। তাঁদের দুজনকেই শেষ করে দেওয়া উচিত। কিন্তু তা এখনও হয়নি।

মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ

মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্যের অভিযোগ

অভিযোগ নেল্লাই কান্নন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী এবং উপ মুখ্যমন্ত্রী ও পনিরসিলভমের বিরুদ্ধেও বিতর্কিত মন্তব্য করেন।

তামিল লেখকের বিরুদ্ধে এফআইআর

তামিল লেখকের বিরুদ্ধে এফআইআর

নেল্লাই কান্ননের বিরুদ্ধে ১৫ টি মামলা দাখিল করা হয়েছে। পুলিশের তরফ থেকেও আলাদা করে এফআইআর করা হয়েছে।

English summary
Tamil Scholar Nellai Kannan has been arrested for controversial remarks on Modi and Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X