For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিন্ন মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলন ডেকে নিজেই আত্মঘাতী অকৃতকার্য ছাত্রী

অভিন্ন মেডিক্যালে সুযোগ না পেয়ে আত্মঘাতী হলেন তামিলনাড়ুর এক দলিত ছাত্রী অনিতা।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

অভিন্ন মেডিক্যালে সুযোগ না পেয়ে আত্মঘাতী হলেন তামিলনাড়ুর এক দলিত ছাত্রী অনিতা। এই অনিতাই তামিলনাড়ুতে অভিন্ন মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্সের বিরোধিতার সূত্রপাত করেছিলেন। তামিলনাড়ুকে যাতে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট না কার্যকর না হয় তারজন্য সুপ্রিমকোর্টেও গিয়েছিলেন অনিতা। দ্বাদশ শ্রেণিতে দুর্দান্ত ফল করার পরও নিট-এ ৭০০-র মধ্যে মাত্র ৮৬ নম্বর পেয়েছেন তিনি। অকৃতকার্য হওয়ার কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে।

অভিন্ন মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলন ডেকে নিজেই আত্মঘাতী অকৃতকার্য ছাত্রী

তামিলনাড়ুকে এক বছরের জন্য অভিন্ন মেডিক্যাল জয়েন্ট থেকে রেহাই দেওয়া হবে না বলে কেন্দ্র জানিয়ে দেওয়ার পরপরই সুপ্রিমকোর্ট নির্দেশ দেয় নিট-এর ভিত্তিতে মেডিক্যালে ভর্তি প্রক্রিয়া শুরু করতে। কিন্তু রাজ্যের মেডিক্যাল জয়েন্টে ব্যাপক ফল করলেও অভিন্ন মেডিক্যাল জয়েন্টে মুখ খুবড়ে পড়েন অনিতা। একবার রাজ্য মেডিক্য়াল জয়েন্টে ভাল ফল করার পরও কেন তাঁকে নতুন করে অভিন্ন মেডিক্যাল জয়েন্টে বসতে হবে এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনিতা।

অনিতার অভিযোগ ছিল, নিট-এর প্রশ্নপত্র মূলত সিবিএসই বোর্ডের পাঠ্যক্রম ভিত্তিক। ফলে অন্যান্য রাজ্য বোর্ডের ছাত্রছাত্রীরা এই ধরনের প্রশ্নপত্রে বেকায়দায় পড়বেন। রাজ্যে নিট লাগু স্থগিত করে তামিলনাড়ু সরকার একটি অর্ডিন্যান্স জারি করলেও সুপ্রিমকোর্টের নির্দেশে সেই অর্ডিন্যান্স বাতিল হয়ে যায়।

এদিকে অনিতার মৃত্যুতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুতে। অনিতার মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও নিস্ক্রীয় রাজ্যসরকারকেই দায়ী করেছে বিরোধী ডিএমকে ও কংগ্রেস।

English summary
A Tamil Nadu student who spearheaded movement against NEET, commits suicide for poor performance at NEET, she scored excellent marks in 12th standard.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X