For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে বিধানসভা স্পিকারের এই সিদ্ধান্তে ফের ধাক্কা শশীকলা-দিনাকরণ ক্যাম্পে

ফের বড়সড় ধাক্কা খেল তামিলনাড়ুর এআইডিএমকে-র শশীকলা-দিনাকরণ ক্যাম্প। আজ তামিলনাড়ুর বিধানসভা স্পিকার পি ধনপাল শশীকলা ক্যাম্পের ১৮ জন বিধায়ককে বাতিল বলে ঘোষণা করেন।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর বিধানসভা স্পিকারের দ্বারা বাতিল হওয়ার পর বেঙ্গালুরুতে শশীকলার সঙ্গে জেলে দেখা করতে গেলেন এআইডিএমকে-এর বিধায়করা। এর আগে, বড়সড় ধাক্কা খায় তামিলনাড়ুর এআইডিএমকে-র শশীকলা-দিনাকরণ ক্যাম্প। আজ তামিলনাড়ুর বিধানসভা স্পিকার পি ধনপাল শশীকলা ক্যাম্পের ১৮ জন বিধায়ককে বাতিল বলে ঘোষণা করেন। উল্লেখ্য এই বিধায়করাই তামিলনাড়ুর মসদনে আসীন পালানিস্বামী সরকারের বিরুদ্ধে অনাস্থার পথে এগিয়ে গিয়েছিল। এঁরা শশীকলার ভাইপো টিটিভি দিনাকরণকে সমর্থনকারী বিধায়ক ছিলেন।

তামিলনাড়ুতে বিধানসভা স্পিকারের এই সিদ্ধান্তে ফের ধাক্কা শশীকলা-দিনাকরণ ক্যাম্পে

এই ১৮ জন বিধায়কের মধ্যে রয়েছেন সেন্থিল বালাজি, কে মারিয়াপ্পান সহ অনেক আইএইএডিএমকে নেতা। এদিকে, তামিলনাড়ুর মন্ত্রী জয়কুমার ও আর বি উদয়কুমার বর্তমানে দিল্লিতে দলের সাধারণ বৈঠকের নথি নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে পৌঁছে দিতে গিয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ও পন্নিরসেলবম ও ই পালানীস্বামী জোটবদ্ধ হয়ে তামিলনাড়ুতে ক্ষমতায় আসীন হয়েই এআইএডিএমকে দলের অন্তবর্তী সচিব পদ থেকে বহিষ্কার করেন দুর্নীতির দায়ে জেলবন্দি শশীকলা নটরাজনকে। শশীকলার ভাইপো দিনাকরণকেও বহিষ্কার করা হয়। এরপর আরও ২০জন দিনাকরণ ঘনিষ্ঠ এআইএডিএমকে বিধায়ক সমর্থন প্রত্যাহার করেছে পালানিস্বামী- পন্নিরসেলভম সরকার থেকে। ফলে পালানিস্বামী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ওঠে প্রশ্ন। আর সেই ঘটনার প্রেক্ষিতে আজ তামিলনাড়ুর বিধানসভা স্পিকারের নতুন এই পদক্ষেপ আরও একবার ব্যাকফুটে ফেলে দিল তামিলনাড়ু পিসি-ভাইপো শশীকলা ও দিনাকরণ ক্যাম্পকে।

English summary
Tamil Nadu speaker disqualifies 18 MLAs supporting TTV Dhinakaran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X