For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে প্রার্থীপদের জন্য গ্যাঁটের কড়ি খরচ করে এবার 'অ্যাপ্লিকেশন' ! একুশের আগে এআইএডিএমকে শিবিরে হইচই

ভোটে প্রার্থীপদের জন্য গ্যাঁটের কড়ি খরচ করে এবার 'অ্যাপ্লিকেশন' ! একুশের আগে এআইএডিএমকে শিবিরে হইচই

  • |
Google Oneindia Bengali News

এবার রীতিমতো আবেদন করে তবেই মিলবে ভোটের প্রার্থী পদের যোগ্যতায় শিলমোহর। এমন ঘটনা লালুপ্রসাদের মস্তিষ্ক প্রসূত হয়ে বিহার ভোটে হইহই ফেলে দিয়েছিল ২০২০ সালে। এরপর ২০২১ সালের ভোটে একই স্ট্র্যাটেজিতে কেরল, পুদুচেরি, তামিলনাড়ু।

 এআইডিএমকের ঘরে একের পর এক আবেদনসূচি!

এআইডিএমকের ঘরে একের পর এক আবেদনসূচি!

একুশের ভোটের আগে এআইডিএমকে জানিয়েছে তাদের প্রার্থীদের রীতিমতো আবেদন জমা দিয়ে তবেই প্রার্থীপদের দিকে এগোতে হবে। কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ভোটে এই ফর্মুলাতেই চলবে দল। একথা সাফ জানিয়েছে এআইএডিএমকে।

কতদিনের মধ্যে জমা দিতে হবে প্রার্থীপদের আবেদন?

কতদিনের মধ্যে জমা দিতে হবে প্রার্থীপদের আবেদন?

মূলত , ২৪ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে বিধায়ক হতে ইচ্ছুক এমন নেতাদের আবেদন পত্র জমা নিচ্ছে এআইএডিএমকে। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এই ফর্ম সংগ্রহের পালা। এই সময়ের মধ্যে ফর্মগুলি দলের হেডকোয়ার্টারে জমা দিতে হবে।

 কত দামী এই এআইএডিএমকের আবেদন পত্র?

কত দামী এই এআইএডিএমকের আবেদন পত্র?

জানা গিয়েছে তামিলনাড়ুর শাসকদল এআইএডিএমকে মূলত, নিজের রাজ্য তামিলনাড়ুর জন্য ১৫,০০০ টাকা রেখেছে ফর্মের দাম। যে ফর্ম পূরণ করে জমা দিলেই প্রার্থী হতে ইচ্ছুক নেতারা দলের বিবেচনার তালিকায় আসবেন। ৫০০০ টাকা ফর্মের দাম রাখা হয়েছে এআইএডিএমকের পুদুচেরি শাখার জন্য। কেরলে দলের ফর্মের দাম ২০০০ টাকা।

বিহার ভোট ও আবেদন ফর্মুলা

বিহার ভোট ও আবেদন ফর্মুলা

প্রসঙ্গত, বিহার ভোটে যাঁরা আরজেডির তরফে আবেদন করতে চেয়েছেন , তাঁদের আগেভাগে 'সিভি' জমা দেওয়ার জন্য হাইকমান্ড বলেছিল বলে একাধিক খবরে প্রকাশিত হয়। সেখানে বলা হয় যে এই স্ট্র্যাটেজি খোদ লালুপ্রসাদের তরফে এসেছে। এবার সেই গোলবলয়ের ফর্মুলা সোজা দাক্ষিণাত্য রাজনীতিতে প্রবেশ করল।

শুভেন্দু-রাজীবদের বিজেপি-যোগেও বড় ট্রাম্প-কার্ড মমতা, একুশের লড়াই শেয়ানে-শেয়ানেশুভেন্দু-রাজীবদের বিজেপি-যোগেও বড় ট্রাম্প-কার্ড মমতা, একুশের লড়াই শেয়ানে-শেয়ানে

English summary
Tamil Nadu, Puducherry, Kerala Assembly Vote 2021, AIADMK invites application from MLAs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X