For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর গুজরাত মডেলের চেয়ে তামিলনাড়ু মডেল অনেক ভালো : রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

মোদীর গুজরাত মডেলের চেয়ে তামিলনাড়ু মডেল অনেক ভালো : রাহুল গান্ধী
রামানাথপুরম, ২১ এপ্রিল : তামিলনাড়ু উন্নয়ন মডেলও গুজরাত মোদীর গুজরাত মডেলের চেয়ে ভাল। সোমবার রামানাথপুরমে একটি জনসভায় বক্তব্য রাখতে উঠে এমনটাই বলেন, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি তিনি বলেন, তামিলনাড়ু থেকে কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় তিনি খুশী। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় আসতে পারে বলেও আশাপ্রকাশ করেন রাহুল।

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তথা বিজেপি গুজরাতকে উন্নয়নের মডেল হিসাবে তুলে ধরেছে বারেবারে। যদিও গুজরাতকে আদর্শ রাজ্য হিসাবে গণ্য করতে নারাজ কংগ্রেস সহ সভাপতি। বরং তামিলনাড়ুর উন্নয়নই যে প্রশংসনীয় তা ঘোষণা করলেন রাহুল।

এদিন তিনি বলেন, তামিল মানুষদের কতটা সক্ষম তা দেখিয়ে দিয়েছে তামিলনাড়ু। মোদী সবসময় গুজরাত মডেলের কথা বলেন, ওঁর উচিত এবার এখানে এসে তামিলনাড়ু মডেলকে সচক্ষে দেখা। রাহুল বলেন, হিন্দু-মুসলমানকে লড়াবে এমন কোনও সরকার চায় না দেশ। কেন্দ্রে যাতে সাম্প্রদায়িক সরকার আসে তা নিশ্চিত করতে হবে মানুষকেই।

এস তিরুনাভুক্কারাসর-এর হয়ে এদিন প্রচারে আসেন রাহুল। দলের সমর্থনে রাহুল বলেন, যে সরকার মানুষের মধ্যে ঘৃণা ছড়াবে আমরা তেমন সরকার চাই না। এদিন নিজের বক্তব্যে বারবার কে কামরাজের প্রসঙ্গ টেনে আনেন রাহুল। এদিন তামিলনাড়ুতেলোকসভা নির্বাচনে ভোট দিয়ে কংগ্রেসকে জিতিয়ে কেন্দ্রে ক্ষমতায় আনার জন্য আবেদন জানান রাহুল। তামিল রাজনৈতিক দলগুলি কেন্দ্রে এ ইমুহূর্তে সরকার গড়ার পরিস্থিতিতে নেই বলেই তাঁরা যেন নিজেদের সমর্থন কংগ্রেসকে দেন তার জন্য দরবার করেন রাহুল। তামিলনাড়ুর মানুষ ঠিক যেমন সরকার চায় কংগ্রেস তাদের তেমনটাই দেবে বলেও আশ্বাস দেন রাহুল।

কংগ্রেস কোনও সমঝোতার পথে যাবে না। দলীয় কর্মীরা কংগ্রেসের ব্যানারে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উঠে পড়ে লেগেছেন দেখে সন্তোষ প্রকাশ করেন রাহুল।

English summary
Tamil Nadu model is better than Modi’s Gujarat model, Rahul Gandhi says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X