For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলে দিচ্ছে সরকার, হইচই দক্ষিণে

মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে বদলে যাচ্ছে বহু জায়গার নাম।

  • |
Google Oneindia Bengali News

মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তামিলনাড়ুতে বদলে যাচ্ছে বহু জায়গার নাম। সবমিলিয়ে মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সরকার ৩ হাজার জায়গার নাম বদলে ফেলছে। ত্রিপলিকেন নাম বদলে হচ্ছে তিরুভল্লিকেনি, ত্রিচি নাম বদলে হচ্ছে তিরুচিরাপল্লি, তুতিকোরিনের নাম বদলে হচ্ছে তুতুকোড়ি অথবা পুনামাল্লে-র নাম বদলে হচ্ছে পুভিরুন্ধাবল্লি।

এবার দক্ষিণে নাম বদলের হিড়িক! একলপ্তে ৩ হাজার স্থানের নাম বদলাচ্ছে তামিলনাড়ুতে

তামিল ভাষা ও সংষ্কৃতি দফতরের মন্ত্রী মা ফই কে পান্ডিয়ারাজন বলেছেন, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে ৩ হাজার নাম বদলের কথা জানানো হবে। এরপরে ধীরে ধীরে সেই নাম বদলের কাজ সেরে ফেলা হবে।

তামিলনাড়ুর ৩২টি জেলায় কমিটি তৈরি করে এতগুলি নাম বদলের প্রস্তাব সামনে এসেছে। তামিল ইতিহাসবিদ ও শিক্ষাবিদেরা এই নাম বদলের কমিটিতে ছিলেন।

বিজেপি বিভিন্ন রাজ্যে নাম বদলের মূল কাণ্ডারী। তাঁরা এই নাম বদলের প্রস্তাবকে সমর্থন করেছে। আবার অনেকে মনে করছেন ঐতিহাসিক স্থানের নামগুলি না বদল হওয়াই বাঞ্ছনীয়।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রণ তাঁর মুখ্যমন্ত্রিত্বকালে ১৯৭৯ সালে বেশ কিছু জায়গার নাম থেকে জাতপাতের অংশটি তুলে দেওয়ার নির্দেশ দেন। তারপর ফের একবার তামিলনাড়ুতে এতবড় নাম বদলের যজ্ঞ শুরু হল।

English summary
Tamil Nadu govt to rename more than 3000 places in the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X