For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ুতে আজ ভোটের ফলের পর নিঃশব্দে বদলে যেতে পারে রাজ্য সরকার

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আরও একটি নির্বাচনী ফল প্রকাশ হতে চলেছে তামিলনাড়ুর।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আরও একটি নির্বাচনী ফল প্রকাশ হতে চলেছে তামিলনাড়ুর। এই রাজ্যের ৩৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার ফলও আজ বৃহস্পতিবার সামনে আসবে। মোট ৩৮টি আসনে ভোট হয়েছে। যার সংখ্যাধিক্য ভোট বিরোধী শিবিরে গেলে তামিলনাড়ুতে সরকার পড়ে যেতে পারে।

তামিলনাড়ুতে বৃহস্পতিবার নিঃশব্দে বদলে যেতে পারে রাজ্য সরকার

তামিলনাড়ু বিধানসভায় মোট আসন সংখ্যা ২৩৪ জন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। বর্তমানে শাসক দল এআইএডিএমকে-র আসন ১১৩টি। ডিএমকে-র ৯৭টি। নির্দল ১টি, অধ্যক্ষ ১টি। ফাঁকা ২২টি।

খাতায় কলমে এআইএডিএমকে-র পাঁচটি আসন জিতলেই হবে। তবে কয়েকজন বিক্ষুব্ধ দলবদল করার জায়গায় থাকায় ২২টি আসনের মধ্যে অন্তত ১১টি আসনে এআইএডিএমকে-কে জিততে হবে। এদিকে ডিএমকে-কে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ২১টি আসন জিততে হবে।

তবে ডিএমকে যদি ১৫টি আসন জেতে এবং সঙ্গে টিটিভি দিনাকরণ ও এআইএডিএমকে-র বিক্ষুব্ধদের সমর্থন পেয়ে যায় তাহলে তামিলনাড়ুতে লোকসভা ভোটের দিনই বদলে যেতে পারে রাজ্যের সরকার।

যদিও দিনাকরণ শিবির এমকে স্তালিনকে মুখ্যমন্ত্রী পদে সমর্থন দেবে না। তবে ডিএমকে ১৫টির বেশি আসন পেয়ে গেলেই তামিলনাড়ুর রাজনীতি আলোচনার বিষয় হয়ে উঠবে।

English summary
Tamil Nadu govt may change silently on Lok Sabha Election results day 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X