For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনা অনুমতিতে মহিলা সাংবাদিকের 'গাল টিপে' নয়া বিতর্কে রাজ্যপাল

যৌন কেচ্ছায় তাঁর নাম জড়িয়েছে বলে সেই বিতর্ক থামাতে সাংবাদিক সম্মেলন করেছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। সেখানে নতুন বিতর্ক বাঁধিয়ে বসলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

যৌন কেচ্ছায় তাঁর নাম জড়িয়েছে বলে সেই বিতর্ক থামাতে সাংবাদিক সম্মেলন করেছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। সেখানে নতুন বিতর্ক বাঁধিয়ে বসলেন তিনি। যার জেরে ফের একবার সমালোচনার শীর্ষে বনোয়ারীলাল পুরোহিত। এবার এক সাংবাদিকে সঙ্গে অনভিপ্রেত আচরণ করায় অভিযোগের আঙুল উঠেছে বনোয়ারীলালের বিরুদ্ধে।

ফের বিতর্কে বনোয়ারীলাল

ফের বিতর্কে বনোয়ারীলাল

মঙ্গলবার দেবাঙ্গ কলেজে যৌন কেচ্ছায় অডিও টেপে অভিযুক্ত শিক্ষিকা তাঁর নাম জড়ানোয় পুরোহিত সাংবাদিক সম্মেলন করেন। সেখানে এক মহিলা সাংবাদিক লক্ষ্মী সুব্রহ্মণ্যম একটি প্রশ্ন করেন রাজ্যপালকে।

রাজ্যপালের আদর

সেই প্রশ্ন এড়িয়ে স্মিত হেসে লক্ষ্মীর গাল টিপে দেন রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। ঘটনাটি একেবারেই অনভিপ্রেত ছিল। ঘটনার আকষ্মিকতায় সেই সময়ে কেউই তা নিয়ে পাল্টা কিছু বলেননি।

লক্ষ্মীর প্রতিবাদ

তবে দ্য উইক পত্রিকার সাংবাদিক লক্ষ্মী পরে নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার উল্লেখ করে প্রতিবাদ করেন। তিনি বলেন, রাজ্যপালের সাংবাদিক সম্মেলন যখন শেষ হওয়ার মুখে তখন আমি তাঁকে একটি প্রশ্ন করি। কিন্তু তিনি আমার সেই প্রশ্ন এড়ানোর জন্য আমার সম্মতি ছাড়াই আমার গালে হাত দেন।

ফের মুখ খুলেছেন লক্ষ্মী

এই ঘটনা যে তিনি ভুলতে পারছেন না, তা আর একটি টুইটে স্পষ্ট উল্লেখ করেছেন সাংবাদিক লক্ষ্মী। তিনি লিখেছেন, অনেকবার মুখ ধুয়েছি। তাও এই ঘটনা ভুলতে পারছি না। খুব রাগ হচ্ছে। আপনি দাদুর মতো স্নেহ বশত এই কাজ করে থাকতে পারেন। তবে একজন অচেনা ব্যক্তির গায়ে হাত দেওয়া আপনার উচিত হয়নি। আমার কাছে আপনার আচরণ সঠিক লাগেনি।

ক্ষমা চাইলেন বনোয়ারীলাল

এই ঘটনার পর বনোয়ারীলাল পুরোহিত আজ সিনিয়র সাংবাদিক লক্ষ্মী সুব্রহ্মণ্যমের কাছে ক্ষমা চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে যা ঘটেছে তা অনভিপ্রেত বলে জানিয়েছেন। লক্ষ্মীও রাজ্যপালের ক্ষমা চাওয়ায় বিষয়টি মিটমাট করে নিয়েছেন বলে জানিয়েছেন।

English summary
Tamil Nadu governor Banwarilal Purohit pats woman journalist on cheek without consent, later apologises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X