For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেল থেকে ছাড়া পেতে চলেছেন রাজীবের হত্যাকারীরা! রাজ্যপালকে বার্তা দিল তামিলনাড়ু সরকার

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দিতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। এরফলে রাজীবের হত্যাকারীরা হয়তো মুক্তি পেতে চলেছেন। ২৭ বছর ধরে কারাগারের পিছনে রয়েছে রাজীব গান্ধীর হত্যাকারীরা।

Google Oneindia Bengali News

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দিতে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। এরফলে রাজীবের হত্যাকারীরা হয়তো মুক্তি পেতে চলেছেন। ২৭ বছর ধরে কারাগারের পিছনে রয়েছে রাজীব গান্ধীর হত্যাকারীরা। এর মধ্যে বেশ কয়েকজন এখন প্রৌঢ়ত্বের কোঠায়। শারীরিকভাবে অসুস্থ বেশ কয়েক জন বন্দি।

জেল থেকে ছাড়া পেতে চলেছেন রাজীবের হত্যাকারীরা! রাজ্যপালকে বার্তা দিল তামিলনাড়ু সরকার

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে দোষীদের মধ্যে এখন বেঁচে রয়েছে ৭ জন। কারাগারে বন্দি এই ৭ জনকে নিয়ে রবিবার বৈঠকে বসে তামিলনাড়ু মন্ত্রিসভার সদস্যরা। সেখানেই ৭ বন্দিকে ছাড়ার সুপারিশে মত দেয় মন্ত্রিসভা। সংবিধানের ১৬১ ধারা মেনে এই সুপারিশকে রাজ্যপালের কাছে পাঠিয়েছে তামিলনাড়ু মন্ত্রিসভা।

মুখ্যমন্ত্রী পালানিস্বামীর নেতৃত্বে দু'ঘণ্টা ধরে এই বৈঠক হয়। বৈঠক শেষেই মৎস্যমন্ত্রী ডি জয়াকুমার ঘোষণা করেন যে রাজীব হত্যায় দোষী সাব্যস্তদের মধ্যে যে ৭ জন এখনও জেলে রয়েছেন তাদের মুক্তির ব্যাপারে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বিষয়ে রাজ্যপালকেও সুপারিশ দ্রুত পাঠানো হবে। তিনি আরও বলেন, 'এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যপাল এক্সিকিউটিভ অথরিটি। তাই তিনি সরকারের সিদ্ধান্তকে কার্যয়কর করবেন।'

সম্প্রতি সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারকে এই বন্দিদের ব্যাপারে মতামত জানাতে বলে। কারণ, ২৭ বছর ধরে জেলে বন্দি রাজীব হত্যার বন্দিদের মধ্যে এ জি পেরারিভালান শীর্ষ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন।

[আরও পড়ুন: হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির][আরও পড়ুন: হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির]

এই মুহূর্তে রাজীব হত্যায় দোষী সাব্যস্তদের মধ্যে জীবিত রয়েছেন নলিনী শ্রীহরণ, মুরুগান ওরফে শ্রীহরণ, পেরারিভালান ওরফে আরিভু, রবার্ট পায়াস, রবিচন্দ্রণ, সন্তান ও জয়কুমার। এরা সকলেই গত ২৭ বছর ধরে জেলে বন্দি।

[আরও পড়ুন: ফিরল 'ঝালমুড়ি রাজনীতি'র তত্ত্ব, অজ্ঞতার দাসত্ব ছাড়ার বার্তায় কী ইঙ্গিত বাবুলের][আরও পড়ুন: ফিরল 'ঝালমুড়ি রাজনীতি'র তত্ত্ব, অজ্ঞতার দাসত্ব ছাড়ার বার্তায় কী ইঙ্গিত বাবুলের]

এর আগে প্রিয়ঙ্কা গান্ধী রাজীব হত্যায় সাজাপ্রাপ্ত নলিনীর সঙ্গে দেখা করেছিলেন। এই সাজাপ্রাপ্ত মানুষগুলো অনুতপ্ত তা সর্বসমক্ষে বলেছিলেন প্রিয়ঙ্কা। এদের মুক্তি দেওয়া হলে গান্ধী পরিবার যে তাতে খুব একটা বিরোধিতা করবে না তাও একটা সময় বার্তা দিয়েছিলেন সনিয়া-প্রিয়ঙ্কা ও রাহুল।

[আরও পড়ুন: যোগী গড়ে দাঙ্গাবাজদের রুখে দিয়েছেন! এই রাজমিস্ত্রির কাজ জানলে শ্রদ্ধায় মাথা নত করবেন][আরও পড়ুন: যোগী গড়ে দাঙ্গাবাজদের রুখে দিয়েছেন! এই রাজমিস্ত্রির কাজ জানলে শ্রদ্ধায় মাথা নত করবেন]

English summary
Recently Supreme Court asking the authorities to take the decision on the writ petition of one of the convicts, A G Perarivalan, who is convicted in Rajib Gandhi assassination case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X