For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাবেরী ইস্যুতে বিরোধী চাল ভেস্তে দিতে হঠাৎ অনশনে পলানিস্বামী ও পন্নিরসেলবম

কাবেরী ইস্যুতে অনশনে বসে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।

  • |
Google Oneindia Bengali News

কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড তৈরি করে কাবেরীর জলসমস্যা মেটাতে হবে। এই দাবিতে বেশ কিছুদিন ধরে তামিলনাড়ুতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরোধিতা করে আন্দোলন চালাচ্ছে বিরোধী দল ডিএমকে। সেই প্রচারের আলো কেড়ে নিয়ে হঠাৎ করেই কাবেরী ইস্যুতে অনশনে বসে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পন্নিরসেলবম।

কাবেরী ইস্যুতে বিরোধী চাল ভেস্তে দিতে হঠাৎ অনশনে পলানিস্বামী

আগামী ৫ এপ্রিল কাবেরী ইস্যুতে ডিএমকে ধর্মঘটের ডাক দিয়েছিল। ডিএমকে কার্যনির্বাহী সভাপতি এমকে স্তালিন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের কালো পতাকা দেখাবে তাঁরাষ তার আগে এদিন ৩ এপ্রিল এআইএডিএমকে অনশনের ডাক দেয়।

মেরিনা বিচের কাছে এই অনশন কর্মসূচিতে পলানিস্বামী ও পন্নিরসেলবমের নাম ছিল না। তবে এদিন সকাল ৮টায় হঠাৎ অনশন মঞ্চে পৌঁছে দুজনে বসে পড়েন। বিরোধী আন্দোলন ভেস্তে দিতেই এই পাল্টা চাল দিয়েছে এআইএডিএমকে। এমনটাই মনে করা হচ্ছে।

ঘটনা হল, কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের জন্য ৬ সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। যা ২৬ মার্চ শেষ হয়েছে। তারপরই তামিলনাড়ুতে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কর্ণাটক ১৭৭.২৫ হাজার মিলিয়ন কিউবিক ফুট জল তামিলনাড়ুকে দেবে। আগে চেয়ে কিছুটা জল কমিয়ে দেওয়া হয় তামিলনাড়ুর ভাগ থেকে। যা নিয়ে কিছুটা অসন্তোষ তো রয়েইছে।

English summary
Tamil Nadu CM Edappadi K Palaniswami & Deputy CM O Panneerselvam start hunger hunger strike over Cauvery Mangement Board issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X