For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদানের কারখানায় বিস্ফোরণ : প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

সুদানের কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের মধ্যে রয়েছেন ৬জন তামিল। এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী। এই বিষয়ে বুধবার রাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানান পালানিস্বামী। তিনি প্রধানমন্ত্রীকে যত শীঘ্র সম্ভব নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থার আবেদন সহ মৃতদের দেহ দেশে ফেরানোর বিষয়ে মোদীর সঙ্গে কথা বলেন।

মোট ৬৪ জন ভারতীয় কর্মরত ছিল কারখানাটিতে

মোট ৬৪ জন ভারতীয় কর্মরত ছিল কারখানাটিতে

তামিলনাড়ু ছাড়াও কারখানাটিতে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, গুজরাতের বাসিন্দা সমেত মোট ৬৮ জন ভারতীয় কর্মী কাজ করতেন। সুদানের রাজধানী খার্তুমের একটি সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সরকার এই তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ড

গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ড

উত্তর খার্তুমের একটি সেরামিকস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের পর চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবরে বলা হচ্ছে। আগুনে ওই ফ্যাক্টরি পুড়ে ছাই হয়েছে। আহতদের রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সুদান সরকার।

৪ জনের অবস্থা আশঙ্কাজনক

কারখানায় বিস্ফোরণের পর মঙ্গলবার থেকে ১৬ জন ভারতীয় নিখোঁজ ছিলেন। যেসব ভারতীয় জখম হয়ে হাসপাতালে ভর্তি ও নিখোঁজ, বুধবার তাঁদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। এই তথ্য থেকে জানা যাচ্ছে, ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর

সুদানের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক এখন আমেরিকায়। তিনি জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। কারখানায় যে অগ্নি সুরক্ষার ব্যবস্থা যথাযথ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন তিনি।

English summary
tamil nadu CM Edappadi K Palaniswami seeks PM modi's help regarding Sudan factory blast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X