For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রি করোনা ভ্যাকসিন প্রতিশ্রুতি, বিহারের পর এবার তামিলনাড়ুতেও ভোট প্রতিশ্রুতি পালানিস্বামীর

ফ্রি করোনা ভ্যাকসিন প্রতিশ্রুতি, বিহারের পর এবার তামিলনাড়ুতেও ভোট প্রতিশ্রুতি পালানিস্বামীর

Google Oneindia Bengali News

বিজেপির হুজুগে এবার পা মেলাল তামিলনাড়ু। মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী গোটা রাজ্যে করোনা ভ্যাকসিন ফ্রি দেওয়া হবে বলে ঘোষণা করলেন। প্রসঙ্গত উল্লেখ্য বিহার ভোটের পরেই আছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। সেখানে শুরু হয়ে গিেয়ছে বিজেপির ঘর গোছানো। আগে থেকেই তাই রাজ্য বাসীর জন্য ফ্রি করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি গিয়ে অনেকটাই ঘর গুিছয়ে ফেলল এডিএমকে।

তামিলনাড়ুতেও ফ্রি করোনা ভ্যাকসিন

তামিলনাড়ুতেও ফ্রি করোনা ভ্যাকসিন

রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভাইরাসে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্তরী ই পালানিস্বামী। তিনি বলেছেন একাবর করোনা ভ্যাকসিন হাতে পেলে সেটা বিনামূল্যে রাজ্যের সব মানুষকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

বিহারে বিজেিপর ভোট প্রতিশ্রুতি

বিহারে বিজেিপর ভোট প্রতিশ্রুতি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ঘোষণার ঠিক কিছুক্ষণ আগেই বিহারে বিজেপি ইস্তেহারে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা। বিজেপিই প্রথম রাজনৈতিক দল যে করোমা ভাইরাসের মতো মহামারীকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিেয়ছে।

ভ্যাকসিন নিয়ে রাজনীতি

ভ্যাকসিন নিয়ে রাজনীতি

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে রাজনীতি চলছে গোটা দেশে। এমনই অভিযোগ করেছে কংগ্রেস। বিজেপি মানুষে অসহায়তার সুযোগ নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। বিজেপি অবশ্য অবশ্য পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে বলেছে স্বাস্থ্য রাজ্যের বিষয় তাতে রাজ্যে যা ইচ্ছা সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে রাজনীতির কোনও বিষয় নেই।

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে

করোনা ভ্যাকসিন কবে ভারতের হাতে আসবে তা নিয়ে এখন স্পষ্ট করে কিছু জানা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন ২০২১ সালের মার্চ মাসের মধ্যেই ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে ভারতের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন সব দেশবাসী যাতে করোনা ভ্যাকসিন হাতে পান তা সুনিশ্চিত করবে সরকার।

চাল চুরি, ত্রাণের টাকা চুরির পর এবার করোনার কিট! পুজোয় মমতার থেকে তৃণমূল নেতাদের তফাত করলেন সুজনচাল চুরি, ত্রাণের টাকা চুরির পর এবার করোনার কিট! পুজোয় মমতার থেকে তৃণমূল নেতাদের তফাত করলেন সুজন

English summary
Tamil Nadu Chief minister E Palaniswami promiss state people free coronavirus vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X