For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাসে বিনা টিকিটের পায়রা দেখে কন্ডাক্টরকে চোখ রাঙানি ইনস্পেক্টরের, ভারতের কোন রাজ্যে ঘটল এমন আজব ঘটনা

বাসে কন্ডাক্টর কেন পায়রার টিকিট কাটেননি তা নিয়ে রীতিমতো হয়রান হতে হল তাঁকে।

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ুর বাসে কন্ডাক্টর কেন পায়রার টিকিট কাটেননি তা নিয়ে রীতিমতো হয়রান হতে হল তাঁকে। শুধু তাই নয়, তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এই বিষয়ে হস্তক্ষেপ করেছে। এই সরকারি বাসটি হারুর টাউন থেকে প্রত্যন্ত ইল্লাভদি গ্রামের দিকে যাচ্ছিল।

বাসে বিনা টিকিটের পায়রা দেখে কন্ডাক্টরকে চোখ রাঙানি

বাসটিতে মোট ৮০ জন যাত্রী ছিলেন। বাসটির রুটে জঙ্গলের খানিকটা রাস্তাও পড়ে। এক মত্ত বাসযাত্রীর পাশে জানালায় পায়রাটি বসেছিল। মাঝপথে টিকিট ইন্সপেক্টর উঠে পড়েন বাসে। সকলের টিকিট চেক করতে গিয়ে তাঁর চোখ পড়ে জানালায় বসা পায়রার উপরে।

এরপরই তিনি কন্ডাক্টরকে জিজ্ঞাসা করেন, পায়রাটির টিকিট কাটা হয়েছে কিনা। কন্ডাক্টর না বললে তিনি তাঁর উপরে দোষারোপ করেন। কন্ডাক্টর পাল্টা জানান, মত্ত যাত্রীর পাশে বসে থাকলেও পায়রাটি বাসে ওঠেনি। বাইরে থেকে উড়ে এসে জানালায় বসেছে।

তবে কে শোনে কার কথা। কন্ডাক্টরকে দোষারোপ করার পরে ইন্সপেক্টর মেমো ধরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। যে খবর সামনে আসার পরই হইচই পড়ে গিয়েছে। এমন আজব নিয়ম যে রয়েছে তা অনেকেই জানেন না। নিয়ম রয়েছে, বাসে ৩০টি বা তার বেশি পায়রা নিয়ে উঠলে টিকিটের ভাড়ার একটা অংশ দিতে হবে। তবে বাইরে থেকে উড়ে এসে বসা পায়রার টিকিটও যে কাটতে হবে, সেটা কন্ডাক্টর বোঝেননি। এমন নিয়মও নেই। অথচ যার মাশুল গুনতে হচ্ছে তাঁকে।

English summary
Tamil Nadu bus conductor faces action for not issuing ticket to a Pigeon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X