For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের ভোটে বিজেপির ভরাডুবি শরিককে নিয়ে! তামিলনাড়ু নিয়ে সি ভোটারের সমীক্ষায় ভোট শতাংশ কী বলছে

  • |
Google Oneindia Bengali News

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার বিজেপির হাত ধরে মসনদ থেকে সরতে পারে পন্নিরসেলবম-পালানিস্বামী জুটির সরকার। এমনই বার্তা দিচ্ছে সিভোটারের সমীক্ষা।

 ২০১৬ তামিলনাড়ু বিধানসভা ভোটের ফলাফল

২০১৬ তামিলনাড়ু বিধানসভা ভোটের ফলাফল

২০১৬ সালে বিধানসভা ভোটে বাংলায় যখন মমতার ফের মসনদ দকলের আনন্দে আকাশে সবুজ আবির তখনই তামিলরাজ্য়ে জয়ললিতার দল এআইএডিএমকের কুর্সি দখলের খুশি পালিত হয়। সেই এআইএডিএমকে বর্তমানে বিজেপির এনডিএর অংশ। আর ২০১৬ সালে তাদের দখলে ছিল ২৩৪ আসনের মধ্যে ৮৯ টি আসন। ডিএমকে পেয়েছিল ১৭৮ টি আসন। কংগ্রেস পায় ৮ টি আসন।

২০২১ ভোটের সমীক্ষা

২০২১ ভোটের সমীক্ষা

এদিকে ২০২১ ভোটের সমীক্ষা বলছে তামিলনাড়ুর বুকে ভরাডুবি হতে চলেছে এআইএডিএমকের। শরিক বিজেপির সঙ্গে এমনিতেই বনিবনা নেই এআইএডিএমকের। তার ওপর সি ভোটারের সমীক্ষা বলছে কংগ্রেস, ডিএমকেদের ইউপিএ জোট ১৫৮ থেকে ১৬৬ টি আসন পাবে। এআইএডিএমকে, বিজেপির এনডিএ পাবে ৬০ থেকে ৬৮ টি আসন।

 তামিলনাড়ুর ভোট শেয়ার অঙ্ক

তামিলনাড়ুর ভোট শেয়ার অঙ্ক

ভোট শেয়ারের দিক থেকে কংগ্রেস, ডিএমকে জোট৪১ শতাংশ ভোটব্যাঙ্ক দখলে রাখবে বলে দাবি সি ভোটারের সমীক্ষায়। অন্যদিকে, বিজেপি ও তার জোট শরিক ইউপিএর এনডিএ ২৯ শতাংশ ভোট শেয়ার পেতে পারে বলে দাবি।

মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে কে?

মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে কে?

তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে ডিএমকের এম কে স্ট্যালিন, যাঁর পক্ষে ৩৬. ৪ শতাংশ সমর্থন। তারপরে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী,আঁর সমর্থনে ২৫.৫ শতাংশ ভোট রয়েছে। আর ১০.৯ শতাংশ নিয়ে তৃতীয়স্থানে শশীকলা।

English summary
tamil nadu assembly election opinion poll of C voter says dmk will come to power
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X