For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলে বিষাক্ত রায়াসনিক! বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে যমুনার জলে স্নান দিল্লির জল বোর্ডের ডিরেক্টরের

দীর্ঘদিন ধরেই অভিযোগ যমুনার জল বিষাক্ত। সম্প্রতি এই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ পারভেশ ভার্মা। তিনি যমুনার জলে স্নান করার চ্যালেঞ্জও জানিয়েছিলেন। যদিও তা মানতে নারাজ দিল্লি জল বোর্ড। সংস্থার ডিরেক্টর সঞ্জয় শর্মা

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘদিন ধরেই অভিযোগ যমুনার জল বিষাক্ত। সম্প্রতি এই অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ পারভেশ ভার্মা। তিনি যমুনার জলে স্নান করার চ্যালেঞ্জও জানিয়েছিলেন। যদিও তা মানতে নারাজ দিল্লি জল বোর্ড। সংস্থার ডিরেক্টর সঞ্জয় শর্মা চ্যালেঞ্জ গ্রহণ করে নদী থেকে জল তুলে, তা দিয়ে স্নান করেন।

জলে বিষাক্ত রায়াসনিক! বিজেপির চ্যালেঞ্জ গ্রহণ করে যমুনার জলে স্নান দিল্লির জল বোর্ডের ডিরেক্টরের

বিজেপি সাংসদ পারভেশ ভার্মার বিরুদ্ধে অভিযোগ দায়েরের একদিন পরে দিল্লি জল বোর্ডের ডিরেক্টর যমুনার জলে স্নান করেন। প্রসঙ্গত বিষাক্ত ফেনা থেকে মুক্তি পেতে ছট পুজোর আগে যমুনার জলে ডিফোমার রাসায়নিক ছড়ানো হয়। তারপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে।

যমুনার জলে স্নান করার পরে দিল্লি জল বোর্ডের ডিরেক্টর বলেন, পারভেশ ভার্মার কাছে এটা কোনও বার্তা নয়, তিনি মাননীয় সাংসদ। স্নান করে তিনি বার্তা দিলেন দিল্লির মানুষদের কাছে। তিনি বলেন, যমুনার জল বিষাক্ত, চারদিকে এই ভ্রান্ত ধারনা ছড়িয়েছে। তবে যে রাসায়নিক ছড়ানো হয়েছে, তা যে বিষাক্ত নয়, তা দেখাতেই তিনি স্নান করেছেন বলে জানিয়েছেন।

দিল্লি জল বোর্ডের ডিরেক্টর বলেছেন, তিনি যে জল নিয়েছিলেন তাতে ওই রাসায়নিক মেশানো ছিল। নদী থেকে জল তোলার পরে তাতে আরও রাসায়নিক যোগ করা হয়। তারপর সেই জলেই তিনি স্নান করেন। তিনি এই মুহূর্তে ভার আছেন। তাঁর ত্বকের কোনও সমস্যা তৈরি হয়নি।

যমুনায় দেওয়া রাসায়নিক সম্পর্কে দিল্লি জল বোর্ডের ডিরেক্টর বলেছেন, এটি পলিঅক্সিপ্রোপাইলিন গ্রুপের রাসায়নিক, যা বিষাক্ত নয়। এটি প্রসাধনী এবং খাদ্য প্রক্রিয়াকরণেও ব্যবহার করা হয়। তিনি দাবি করেছেন, যমুনা ছটপুজোর জন্য নিরাপদ।

কর্নাটকের বিধানসভা নির্বাচনে বড় লক্ষ্য নিয়ে নামছে AAP! অর্ধেকের বেশি আসনে প্রার্থী বাছাই চূড়ান্তকর্নাটকের বিধানসভা নির্বাচনে বড় লক্ষ্য নিয়ে নামছে AAP! অর্ধেকের বেশি আসনে প্রার্থী বাছাই চূড়ান্ত

English summary
Taking BJP's challenge, director of the Delhi Jal Board bathed in the waters of the Yamuna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X