For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমাজ সেবার এমন সুযোগ হাতছাড়া করবেন না, অংশ নিন সপ্তাহব্যাপী 'দান উৎসবে'

মহাত্মা গান্ধী বিশ্বকে শিখিয়েছিলেন সমাজকে প্রতিদান করার মধ্যেই রয়েছে প্রকৃত মনুষ্যত্ব। সেই আদর্শেই পথ চলা শুরু করেছিল 'দান উৎসব'। সপ্তাহব্যাপী এই 'দান উৎসব' দোসরা অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর

Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধী বিশ্বকে শিখিয়েছিলেন সমাজকে প্রতিদান দেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত মনুষ্যত্ব। সেই আদর্শেই পথ চলা শুরু করেছিল 'দান উৎসব'। সপ্তাহব্যাপী এই 'দান উৎসব' দোসরা অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এই বছর দশম বর্ষে পদার্পণ করেছে 'দান উৎসব'। এই উপলক্ষে ১০ বিশিষ্ট ব্যক্তি দেশবাসীর কাছে এই সপ্তাহব্যাপী 'দান উৎসব'-এ সামিল হওয়ার আবেদন রেখেছেন। এই দশ বিশিষ্ট মানুষদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আজিম প্রেমজি, সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর, আলিয়া ভাট, অনু আগা, ছাবি রাজাওয়াত, দেবী শেঠি, বিচারপতি শ্রীকৃষ্ণ, মেরি কম।

আপনার এমন দান লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ফোটাবে

অর্থ থেকে শুরু করে যে কোনও ধরনের জিনিস, যেমন জামা-কাপড়ও দান করতে পারেন এই অভিনব উদ্য়োগে। এমনকী, বিনা অর্থে কাউকে বা কোনও স্বেচ্ছাসেবী সংগঠনে শ্রমদান করার সুযোগ রয়েছে এই 'দান উৎসব'-এ।

প্রতিনিয়ত জীবন যুদ্ধে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে এতটাই ব্যস্ত থাকি যে অন্যদের কথা ভাবার সময়ই পাই না। কিন্তু, আমাদের চারপাশে রয়েছে এমন সব আত্মত্যাগের কাহিনি যারা নিজেদের জন্য নয় পরের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেন।

আপনার এমন দান লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো ফোটাবে

'দান উৎসব' এমন একটি কর্মউদ্যোগ যা সকলে অনুপ্রাণিত করে নিজের সীমাবদ্ধতার বাইরে বেরিয়ে অন্যদের জন্য কিছু করার। এটা এমন এক উদ্যোগ যা একজনের মন্যুষত্বকে তুলে ধরে। নিজের জন্য নয় অন্য জনের জন্য কিছু করার মধ্যে দিয়ে কতবড় আনন্দ পাওয়া যায় তার অনুভূতি মেলে 'দান উৎসব'-এর মাধ্যমে।

১০ বছর ধরে 'দান উৎসব' লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে। একটা সময়ের ছোট্ট ভাবনা আজ গণভাবনায় পরিণত হয়েছে। যাতে সামিল হয়েছে অসংখ্য স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেট, সরকারি সংস্থা, কমিউনিটিস। এই অভিনব দান-এর মধ্যে দিয়ে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। যার মধ্যে মুম্বইয়ের আর্ট পাঠশালায় হাজার খানেক সেচ্ছাসেবী মিউনিসিপ্যাল স্কুলের ছেলেমেয়েদের পরিবেশেবান্ধবের পাঠ দেবেন। এবং কীভাবে পেপার ব্যাগ তৈরি করতে হয় তার প্রশিক্ষণ দেবে। দিল্লি ডিএমআরসি নিত্যযাত্রীদের মধ্যে বিভন্ন সামাজিক কাজ সম্পর্কে সচেতনা গড়ে তোলার কর্মসূচি নিয়েছে। বেঙ্গালুরুতে প্লোগ রান-এর মধ্যে দিয়ে প্লাস্টিক মুক্ত পরিবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। চেন্নাইয়ে ৫০০০ সাফাইকর্মীকে পেটপুরে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ওড়িশায় একাধিক ব্লকে করা হচ্ছে সেবা মহোৎসব। যেখানে গ্রামবাসীরা মিলিতভাবে দান-ধ্য়ানে অংশ নেবেন। মুম্বইয়েও গুঞ্জ বাস বলে একটি পরিষেবা চালু করা হবে দোসরা অক্টোবর। যে পরিষেবার মধ্যে দিয়ে রাস্তার ধারে 'দান উৎসব'-এ অংশ নেওয়া মানুষদের কাছ থেকে সামগ্রী সংগ্রহ করা হবে।

'দান উৎসব'-এর মূল স্লোগানই হল 'ভিজিট অ্যান্ড মেক ডিফারেন্স'। এই 'দান উৎসব'-কে আরও বেশি করে ছড়িয়ে দিতে সাধারণ মানুষকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানানো হয়েছে। এতে স্থানীয় কোনও স্বেচ্ছাসেবী সংস্থায় গিয়ে সেখানে থাকা সাইনবোর্ডের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পরে ওই সেলফি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে বলা হচ্ছে। যাতে হ্যাসট্যাগ 'দান উৎসব' দিতে বলা হয়েছে।

ইতিমধ্যেই 'দান উৎসব'-এ অংশ নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন, অমিতাভ বচ্চন, সচিন তেণ্ডুলকর, আলিয়া ভাট, আজিম প্রেমজি, সঞ্জীব কাপুররা। সুতরাং, লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটাতে আপনিও অংশ নিন 'দান উৎসবে'।

English summary
This year Daan Utsav has entered in to 10 Years. Daan Utsav is a India's festival of giving and it will bring laugh on millions people face.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X