For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহজাহানের তাজমহলের জায়গায় আসলে ঠিক কী ছিল, আদালতকে জানাল এএসআই

তাজমহল একটি সমাধিক্ষেত্র, সেখানে কোনও মন্দির ছিল না, আদালতকে এমনটাই জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

  • |
Google Oneindia Bengali News

তাজমহল একটি সমাধিক্ষেত্র, সেখানে কোনও মন্দির ছিল না, আদালতকে এমনটাই জানাল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবিষয়ে ১৯২০ সালের সুরক্ষিত মনুমেন্ট হিসেবে দেওয়া একটি বিজ্ঞপ্তি স্থানীয় আদালতে জমা দিয়েছে এএসআই। তাজমহল নিয়ে আদালতে এএসআই-এর এধরনের হলফনামা এই প্রথম।

২০১৫-র এপ্রিলে স্থানীয় ছয় আইনজীবী আগ্রা জেলা আদালতে আবেদনে জানান, তাজমহল হল ভগবান শিবের মন্দির। যার আসল নাম তেজো মহালয়া। তাই তাজমহলের সুরক্ষিত জায়গায় হিন্দু পূণ্যার্থীদের যাওয়ার সুযোগ দেওয়া হোক। এর পরেই আদালত, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং এএসআইকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দেয়। সেই বছরের নভেম্বরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক লোকসভায় জানিয়ে দেয়, তাজমহলের জায়গায় মন্দির থাকার কোনও প্রমাণ নেই।

শাহজাহানের তাজমহলের জায়গায় আসলে ঠিক কী ছিল, আদালতকে জানাল এএসআই

সম্প্রতি তাদের বক্তব্য আদালতে জানিয়েছে এএসআই। একইসঙ্গে এই ধরনের মামলা শোনা নিয়ে স্থানীয় আদালতের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও, আবেদনকারীদের মধ্যে একজন জানিয়েছেন, এএসআই-এর হলফনামা ভুলে ভরা। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১১ সেপ্টেম্বর।

English summary
taj mahal is a tomb and not a temple, tells asi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X