For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ সমস্যা নিয়ে রাশিয়ার সঙ্গে বৈঠকে কোন বার্তা দিল ভারত

AK 203 অ্যাসল্ট রাইফেল তৈরি

  • |
Google Oneindia Bengali News

বেশ কিছুদিন ধরে ভারত ও রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার স্পষ্ট জানান, ভারত এবার উত্তর সীমান্ত নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। সামরিক সাহায্যের জন্য ভারত একটা দ্বিতীয় হাত খুঁজছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারত- রাশিয়ার যৌথ কথা সূচনায় এমন ইঙ্গিত দিলেন। যদিও তিনি এখন পর্যন্ত কোনও দেশের নাম বলেননি, তবে কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, তিনি না বললেও চিনের কথাই বলতে চেয়েছেন।

রাজনাথ সিং, এস. জয়শঙ্কর, সার্গে সইগুর ও লাভরভের আলোচনা

রাজনাথ সিং, এস. জয়শঙ্কর, সার্গে সইগুর ও লাভরভের আলোচনা

চীনের নাম করেই ভারত সোমবার রাশিয়ার সাথে প্রথম ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপের সময় চলমান লাদাখ পরিস্থিতির উত্থাপন করেছে। সংলাপের সময়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, তাদের রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সার্গে সইগুর ও সের্গেই লাভরভের সাথে আলোচনা করেন।

রাশিয়া ভারতকে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার হাত বাড়ায়

রাশিয়া ভারতকে সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার হাত বাড়ায়

২+২ আলোচনায় রাজনাথ সিং বক্তব্যের শুরুতে বলেন, ভারত যে উদীয়মান চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সামরিক ও সামরিক-প্রযুক্তিগত সহযোগিতার জন্য আলোচনা করার সুযোগ পেয়েছি। চীনের কথা উল্লেখ না করে তিনি আরও বলেন, মহামারী আমাদের প্রতিবেশী অঞ্চলে অস্বাভাবিক সামরিকীকরণ এবং অস্ত্রের সম্প্রসারণ। গত বছর গ্রীষ্মের শুরু থেকে আমাদের উত্তর সীমান্তে বিনা প্ররোচনামূলক আগ্রাসন নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। দৃঢ় রাজনৈতিক ইচ্ছা এবং জনগণের অন্তর্নিহিত ক্ষমতা দিয়ে এই চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী আমরা। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ভারতের উন্নয়নের চাহিদাগুলি প্রচুর এবং এর প্রতিরক্ষা চ্যালেঞ্জগুলি বৈধ, বাস্তব এবং তাত্ক্ষণিক ।

রাশিয়া ভারতের জন্য একটি প্রধান অংশীদার

রাশিয়া ভারতের জন্য একটি প্রধান অংশীদার

রাজনাথ সিং আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক অভূতপূর্বভাবে এগিয়েছে। আমরা আশা করি এই চ্যালেঞ্জ পরিস্থিতিতে রাশিয়া ভারতের জন্য একটি প্রধান অংশীদার থাকবে। ভারত মহাসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে তিনি জানান, আমরা সমস্ত ডোমেনে রাশিয়ার সহযোগিতার ব্যাপারে আশাবাদী।

AK 203 অ্যাসল্ট রাইফেল তৈরি

AK 203 অ্যাসল্ট রাইফেল তৈরি

রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সার্গে সইগুর তাঁর বক্তব্যের শুরু বলেন, ভারত ও রাশিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক নিয়ে প্রসারিত থাকবে ও উন্নতির পথে এগোবে। দু'দেশের মধ্যে ১০ বছরের দীর্ঘ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা চুক্তিতেও স্বাক্ষর করা হয়েছে। উত্তর প্রদেশে আমেতিতে AK 203 অ্যাসল্ট রাইফেলের ছয় লাখ ইউনিট তৈরির চুক্তি ডিল করা হয়েছে। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, উভয় পক্ষই বিশ্বের ভূ-রাজনৈতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বৈঠক করা হয়েছে। নয়াদিল্লি ও মস্কো আমাদের সাধারণ স্বার্থরক্ষার জন্য কাজ করবে।

ভূ-রাজনীতিতে দীর্ঘদিনের সমস্যা

ভূ-রাজনীতিতে দীর্ঘদিনের সমস্যা

এস জয়শঙ্কর বলেন, ভূ-রাজনীতিতে দীর্ঘদিনের সমস্যা রয়েই গেছে। এখন এর সঙ্গে জুড়ে গেছে সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং মৌলবাদ। কথার পরিক্ষেতিতে রাশিয়ান প্রতিপক্ষ লাভরভ বলেন, ভারত, রাশিয়া উভয়ই একই বিশ্ব কিন্তু নানান দৃষ্টিভঙ্গিতে ভাগ করা। আন্তর্জাতিক আইনের পক্ষে ল্যাভরভ বলেন, আমরা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অ-হস্তক্ষেপ মেনে চলি। উভয় পক্ষের মধ্যে শুরু হওয়া নতুন ২+২ আলোচনা নিয়ে বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত। পাশপাশি তিনি আফগানিস্থান পরিস্থিতি নিয়ে কথা বলেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Rajnath Singh said that in view of the emerging challenges that India is facing and the rapprochement with Russia, we have the opportunity to discuss military and military-technical cooperation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X