For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাবরেজের মৃত্যু হৃদরোগে হলেও কারণ ছিল গণপিটুনিই, সামনে এল নতুন মেডিক্যাল রিপোর্ট

ঝাড়খণ্ডে গণপিটুনির শিকার হয়ে মৃত তাবরেজ আনসারীর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে মেডিক্যাল রিপোর্টে বলা হয়।

  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডে গণপিটুনির শিকার হয়ে মৃত তাবরেজ আনসারীর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে বলে মেডিক্যাল রিপোর্টে বলা হয়। যার জেরে ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা তুলে নেয় রাজ্য পুলিশ।

তাবরেজের মৃত্যু হৃদরোগে হলেও কারণ ছিল গণপিটুনিই, সামনে এল নতুন মেডিক্যাল রিপোর্ট

এর বিরোধিতা করে তাবরেজের স্ত্রী পরভীন সিবিআই তদন্ত দাবি করেছেন। রাজ্য পুলিশের তাঁর আস্থা নেই বলেও জানান তিনি। তবে নতুন মেডিক্যাল সামনে আসার পরে দেখা যাচ্ছে, পরভীনের আশঙ্কাই সত্যি। ময়নাতদন্ত রিপোর্টে তাবরেজের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা থাকলেও দেখা যাচ্ছে, সারা শরীরে একাধিক আঘাত ও মাথার খুলিতে গুরুতর আঘাতেই ফলেই তাবরেজের হার্ট ফেল করেছে।

জামশেদপুরের এমজিএম মেডিক্যাল কলেজের পাঁচ এইচওডি-র সই করা রিপোর্টে আঘাতের ফলে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা রয়েছে। মাথার খুলি ফেটে যাওয়ার জন্যই এমনটা হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ রয়েছে।

গত ১৮ জুন ঝাড়খণ্ডের ধাটকিদিহ গ্রামে তাবরেজ আনসারীকে চুরির অভিযোগে বেঁধে ব্যাপক মারধর করা হয়। একইসঙ্গে তাঁকে জয় শ্রীরাম, জয় হনুমান বলতে বলা হয়। সেই মারধরের পর আশঙ্কাজনক অবস্থায় তাবরেজকে হাসপাতালে ভর্তি করা হলে চারদিন পরে তাঁর মৃত্যু হয়।

English summary
Tabrez Ansari lynching: New medical report came out which claims cause of report due to skull fracture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X