For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবলিঘি প্রধান মৌলানা সাদের করোনা টেস্টিং এ কী ধরা পড়ল! বড় বার্তা দিলেন আইনজীবী

তবলিঘি প্রধান মৌলানা সাদের করোনা টেস্টিং এ কী ধরা পড়ল! বড়া বার্তা দিলেন আইনজীবী

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে ৩০ শতাংশই তবলিঘি জামাতের সদস্য। এর আগে ২১ দিনের লকডাউনের শুরুর দিকেই দিল্লরি নিজামুদ্দিন এলাকা থেকে করোনার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারা দেশে তবলিঘি জামাতের সদস্যদের খুঁজে বার করে তাঁদের করোনা টেস্টিং করে প্রশাসন। আর এবার পালা ছিল সেই তবলিঘি প্রধান মৌলানা সাদের। যাঁর কোভিড ১৯ এর টেস্টিং এর ফলাফলও আজ প্রকাশ্যে এসেছে।

 মৌলানা সাদের আইনজীবীর বার্তা

মৌলানা সাদের আইনজীবীর বার্তা

মৌলানা সাদকে বহু দিন ধরেই খুঁজছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে আইন ভেঙে লকডাউনের মধ্যে ধর্মীয় সভা আয়োজনের মতো পদক্ষেপ নেওয়া ও তথ্য গোপনের অভিযোগ রয়েছে। দিল্লি সরকার মৌলানার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এমন পরিস্থিতিতে মৌলানার আইনজীবী জানিয়েছেন, মার্কজ প্রধান ও তাঁর সহযোগীরা পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছেন।

মৌলানার কোভিড টেস্টিং

মৌলানার কোভিড টেস্টিং

এদিন মৌলানার আইজীবী জানিয়েছেন, মৌলানা সাদের করোনা টেস্টিং হয়েছে। ফলাফলে জানা গিয়েছে, তিনি কোভিড ১৯ মুক্ত। টেস্টে মৌলানাকে কোভিড নেগেটিভ বলে জানানো হয়েছে।

'নিখোঁজ' নন মৌলানা সাদ!

'নিখোঁজ' নন মৌলানা সাদ!

মৌলানা সাদের আইনজীবী জানিয়েছেন যে, তাঁর মক্কেল 'নিখোঁজ' নন। তাঁর মক্কেল মৌলানা সাদকে যে নিখোঁজ বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি করেছেন তিনি। আইনজীবী জানিয়েছেন, দিল্লি পুলিশ কেবলমাত্র তাঁকে কেবলমাত্র নোটিস পাঠিয়েছে , কোনও সমন পাঠায়নি।

করোনা পরিস্থিতি ভারতে

করোনা পরিস্থিতি ভারতে

ভারতে করোনা পরিস্থিতি প্রবলভাবে দংশন করেছে। প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী, দেশে জুন-জুলাই মাস নাগাদ সবচেয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। ভারতে আপাতত ২৮ হাজার ছাড়িয়েছে করোনা সংক্রমণের সংখ্যা।

প্রতীকী ছবি

 ২০২১-এর লক্ষে বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! নিজের নামে ওয়েবসাইটের উদ্বোধন দিলীপ ঘোষের ২০২১-এর লক্ষে বাংলার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ! নিজের নামে ওয়েবসাইটের উদ্বোধন দিলীপ ঘোষের

English summary
Tablighi Jamaat Cheif Maulana Saad's Corona test done, here is the details .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X