For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আসা পরপর উপসর্গগুলি! সার্স কিংবা মার্সের থেকে কোন ক্ষেত্রে আলাদা কোভিড-১৯, একনজরে

বিজ্ঞানীরা দেখেছেন পরপর আসা করোনার উপসর্গগুলিকে। কোনটা প্রথমে আসে, তা দিয়ে অন্য রোগ থেকে করোনা আলাদা করার প্রক্রিয়াও তারা বের করেছেন। আর এইভাবেই রোগীদের তাড়াতাড়ি আইসোলেশনে পাঠানোর বন্দোবস্

  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানীরা দেখেছেন পরপর আসা করোনার উপসর্গগুলিকে। কোনটা প্রথমে আসে, তা দিয়ে অন্য রোগ থেকে করোনা আলাদা করার প্রক্রিয়াও তারা বের করেছেন। আর এইভাবেই রোগীদের তাড়াতাড়ি আইসোলেশনে পাঠানোর বন্দোবস্তও করা হচ্ছে।

একবছর পরে রেডরোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি! ফিরহাদকে পাকিস্তানে পাঠানোর ডাক আত্মবিশ্বাসী রাহুলেরএকবছর পরে রেডরোডে জাতীয় পতাকা তুলবে বিজেপি! ফিরহাদকে পাকিস্তানে পাঠানোর ডাক আত্মবিশ্বাসী রাহুলের

করোনায় আসা পরপর উপসর্গগুলি

করোনায় আসা পরপর উপসর্গগুলি

ফ্রন্টিয়ার্স ইন পাবলিক হেলথে প্রকাশিত করোনায় উপসর্গের তালিকায় দেখা যাচ্ছে রোগীদের প্রথমেই জ্বর আসছে। এরপর কাশি, মাসলে ব্যথা। এরপর তন্দ্রাচ্ছন্ন, বমিভাব এবং পেটখারাপ। এই ধাপগুলি প্রয়োজনীয় কেননা ফ্লু-এর থেকে কোভিড-১৯কে আলাদা করতে তা প্রয়োজনীয়। বিজ্ঞানীরা বলছেন, এইভাবে আলাদা করেই রোগীদের প্রতি যত্ন নেওয়া যেতে পারে। খারাপ অবস্থায় পৌঁছনোর আগেই তাদের রক্ষা করা যেতে পারে। খুব কম রোগীর ক্ষেত্রে ডায়ারিয়া লক্ষ্য করা গিয়েছে।

 আগে থেকে উপসর্গ ধরলে পারলে হাসপাতালে ভর্তির সময় কমানো যায়

আগে থেকে উপসর্গ ধরলে পারলে হাসপাতালে ভর্তির সময় কমানো যায়

গবেষকরা মনে করছেন, এইভাবে রোগীদের চিহ্নিত করতে পারলে হাসপাতালে ভর্তির সময় কমানো যায়। অতিমারী শুরুর সময় থেকে বর্তমান সময়ের তুলনা করলেন চিকিৎসা পদ্ধতিতেও ভাল হয়েছে।

আক্রান্তদের থেকে তথ্য সংগ্রহ

আক্রান্তদের থেকে তথ্য সংগ্রহ

এই তথ্য সংগ্রহ করা হয়েছে, চিনের প্রায় ৫৫ হাজার করোনা আক্রান্তদের মধ্যে থেকে। যা ১৬ থেকে ২৪ ফেব্রুয়ারি মধ্যে সংগ্রহ করেছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। এছাড়াও তথ্য সমৃদ্ধ হয়েছে, ২০১৯-এর ১১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারি, ২০২০-র মধ্যে চিন থেকে পাওয়া আক্রান্তদের মধ্যে থেকেও।

সার্স ও মার্স থেকে যেভাবে আলাদা কোভিড-১৯

সার্স ও মার্স থেকে যেভাবে আলাদা কোভিড-১৯

করোনা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম এবং মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ও করোনার প্রথম উপসর্গ হল জ্বর ও কাশি। যদিও কোভিড-১৯-এর ক্ষেত্রে আপার জিআই ট্র্যাক লোয়ার জিআই ট্র্যাকের আগে ক্ষতিগ্রস্ত হয়। যা মার্স ও সার্সের ক্ষেত্রে বিপরীত।

English summary
Symtomps in patients with COVID-19 is feverm cough, muscle pain and then Nausea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X