For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারবার রাজনীতিতে ইউ-টার্ন! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো

বারবার রাজনীতিতে u-turn! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো

  • |
Google Oneindia Bengali News

ফের পালাবদলের পথে বিহার! ফের u-turn নিতে চলেছেন নীতীশ কুমার। গত কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছিল। তবে সম্প্রতি সেই ফাটল চওড়া হতে চলেছে? এমনটাই মত রাজনৈতিকমহলের। বিশেষ করে নীতি আয়োগের বৈঠকে নীতীশ কুমারের অনুপস্থিতি সেই জল্পনা বাড়িয়েছে। আর এই জল্পনার মধ্যেই মঙ্গলবার দলের জরুরি বৈঠক ডেকেছেন বিহারর মুখ্যমন্ত্রী। যেখানে দলের সমস্ত সাংসদ এবং বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আর সেখানেই কি বিজেপির সঙ্গে সম্পর্কে ইতি?

বারবার রাজনীতিতে u-turn! নীতীশ কুমারের রাজনৈতিক জীবন চমকে দেওয়ার মতো

সোনিয়াকে ফোন নীতীশের

নীতি আয়োগের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রীর যোগ না দেওয়া নিয়ে দলের দাবি, শরীর সসুথ নীতীশ কুমারের। কিন্তু সোনিয়া গান্ধীকে কেন ফোন করলেন? তা নিয়ে অবশ্য স্পিকটি নট দল। তবে সোনিয়া গান্ধীর জোট নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে বলেই খবর। এই অবস্থায় আগামী ৪৮ ঘন্টা বিহারের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে কোনও মুহূর্তে বিহারের বুকে ফের মহাজোট?

২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ

আরজেডি 'র সঙ্গে ২০১৬ সালে জোট বেঁধে বিহারে সরকার গঠন করেন নীতীশ কুমার। মহাজোটে ছিল কংগ্রেস এবং বাম বিধায়করাও। কিন্তু হঠাত করেই ২৬ জুলাই, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেন নীতিশ। যা নিয়ে একেবারে হৈহৈ কাণ্ড বেঁধে যায়। কিন্তু পরবর্তীকালে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেন নীতীশ। ফের মুখ্যমন্ত্রী হন তিনি। এরপর ২০২১ সালে নীতীশ কুমার বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে এবং যেতে। কিন্তু JD(U) ৪৩ টি আসন পায়।

বিহারে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে- এক নজরে টাইম লাইন-

December 2020
  • 2020 সাল
    2020 সাল
    বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়ে ফের মুখ্যমন্ত্রী পদে নীতীশ। এই নির্বাচনে জেডি(ইউ) মাত্র ৪৩টি আসন পায়। যেখানে বিজেপি ৭৪টি আসন পায়। যদিও ফের একবার বিহারের বুকে ঘুরতে চলেছে খেলা? কোন পথে নীতীশের রাজ্য?
July 2016
  • 2016 সাল
    2016 সাল
    ফের ইউ টার্ন নিলেন নীতীশ! হাত মেলালেন সেই বিজেপির সঙ্গেই।
February 2015
  • 2015 সাল
    2015 সাল
    লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে নামে নীতীশের জেডিইউ। আরজেডির সঙ্গে হাত মিলিয়েই ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে নীতীশ। সঙ্গে ছিল কংগ্রেস এবং বাম।
August 2014
  • 2014 সাল
    2014 সাল
    নীতীশ পদত্যাগ করেন এবং জিতন রাম মাঝি মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।
June 2013
  • 2013 সাল
    2013 সাল
    নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন তা স্পষ্ট হওয়ার পর বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে
November 2005
  • 2005 সাল
    2005 সাল
    বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ, জোটের শরিক বিজেপি
June 2004
  • 2004 সাল
    2004 সাল
    নালন্দা থেকে ছয় বারের জন্যে লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন।
March 1996
  • 1996 সাল
    1996 সাল
    বিজেপির সমর্থন পায় নীতীশ কুমার
August 1989
  • 1989 সাল
    1989 সাল
    নীতীশ কুমার লালু প্রসাদকে সমর্থন করে বিরোধী দলের নেতার চেয়ারে বসেন
August 1988
  • 1988 থেকে 2004 সাল
    1988 থেকে 2004 সাল
    অটল বিহারী বাপেয়ী সরকারের আমলে রেলমন্ত্রক, কৃষি মন্ত্রী সহ একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন নীতীশ কুমার।
March 1985
  • 1985 সাল
    1985 সাল
    নীতীশ কুমার বিহার বিধানসভার বিধায়ক নির্বাচিত হন।

English summary
switch hits and u-turn, what Nitish Kumar did in his political career in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X