For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারের সোয়াইন ফ্লুয়ের প্রভাব সবচেয়ে প্রাণনাশকারী, দাবি গবেষকদের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ মার্চ : এবারে সারা ভারতে সোয়াইন ফ্লুয়ের প্রভাব হয়েছে সর্বাধিক। ভারতীয় বংশোদ্ভুত আমেরিকার ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি)বিজ্ঞানীদের সাম্প্রতিকতম গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

২০০৯ সালে এইচ১এন১ ভাইরাসের ফলে ১৫০০ জন মানুষ মারা যান ও ২৭ হাজারের বেশি মানুষ মারা যান। এবার নাকি তার চেয়েও মারাত্মক বেশি প্রভাব হতে পারে ভারতে। এমনটাই জানিয়েছেন তাঁরা।

এবারের সোয়াইন ফ্লুয়ের প্রভাব সবচেয়ে প্রাণনাশকারী, দাবি গবেষক


এমআইটি-র গবেষক-বিজ্ঞানী কান্নন তারাকরমণ জানান, ২০০৯ সাল ও এবারের সোয়াইন ফ্লু ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাঁরা পরীক্ষা করে দেখেছেন, এবার ভাইরাসের চরিত্রে নয়া পরিবর্তন ঘটেছে ফলে তা আরও প্রাণনাশকারী হয়ে উঠেছে। সঠিকভাবে এখনই ব্যবস্থা না নিলে আরও বহু মানুষ এর ফলে প্রাণ হারাবেন বলে জানিয়েছেন তাঁরা।

নয়া ভাইরাসের চরিত্র সম্পর্কে খুব একটা তথ্য সংগ্রহ করা যায়নি। এই নিয়ে আগামিদিনে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন গবেষকরা।

প্রসঙ্গত, ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে গোটা দেশের পরিস্থিতি। গতকাল পর্যন্ত রাজ্যে সোয়াইন ফ্লুয়ে মৃতের সংখ্যা ১৭ ছুঁয়েছে। আক্রান্তের সংখ্যা ২৪৫। সারা দেশের চিত্রটা আরও ভয়াবহ। মৃতের সংখ্যা ১৪৮২ ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৪৪৫ জন।

English summary
Swine flu virus in India deadlier than ever
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X