রাখি উপলক্ষ্যে ৯ হাজার টাকা কেজি মিষ্টি দেদার বিকোচ্ছে গুজরাতে
গুজরাতের সুরাটে রাখি উপলক্ষ্যে একটি মিষ্টির দোকান মিষ্টি বিক্রি করে হইচই ফেলে দিয়েছে। ৯ হাজার টাকা কিলো দরে মিষ্টি বিক্রি করছে তারা। যা শুনে অনেকেই মিষ্টি না কিনলেও অন্তত দেখতে দোকানে ভিড় করে ফেলছেন।

সুরাটে '২৪ ক্যারাটস মিঠাই ম্যাজিক' নামে একটি দোকান এই কাণ্ড করে এলাকায় হইচই ফেলে দিয়েছে। সাধারণত রুপোর রাংতা দেওয়া মিষ্টির দাম শুরু হয় ৩০০-৩৫০ টাকা কেজি থেকে। তবে সোনার পরত দেওয়া মিষ্টির ব্যাপারই আলাদা। দোকানের মালিকের দাবি, গত কয়েকদিনে প্রচুর চাহিদা তৈরি হয়েছে এই মিষ্টির। এত দাম হলেও খদ্দেরের অভাব হচ্ছে না।
মিষ্টির নামও তাই স্বাভাবিকভাবেই 'গোল্ড সুইটস' বা সোনার মিষ্টি রাখা হয়েছে। দোকানে অন্য মিষ্টি কিনতে এলেও যে জায়গায় সোনার মিষ্টির রাখা রয়েছে, সেখানেই বেশি ভিড় চোখে পড়ছে। সকলে উৎসুক হয়ে রাখি উপলক্ষ্যে তৈরি মিষ্টি দেখছেন ও কিনছেন।

দোকানের মালিকের দাবি, শুধু দেখতে সুন্দর বলেই নয়, মিষ্টির উপরে সোনার পরতের অন্য সুবিধাও রয়েছে। পেটে গেলে তা নাকি শরীরের ভীষণ উপকারে লাগে। আর তাই দাম উপেক্ষা করেও মানুষ সোনার মিষ্টির স্বাদ নিতে ভুলছেন না। সুরাটে বলা যায় এই মিষ্টি হইচই ফেলে দিয়েছে।