For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাখেননি কথা! অনিল আম্বানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

অনিল আম্বানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। সুপ্রিম কোর্টে এমনটাই আবেদন জানাল সুইডেনের টেলিকম সংস্থা এরিকসন।

  • |
Google Oneindia Bengali News

অনিল আম্বানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক। সুপ্রিম কোর্টে এমনটাই আবেদন জানাল সুইডেনের টেলিকম সংস্থা এরিকসন। পাওনা ৫৫০ কোটি টাকা দিতে দেরি করা হচ্ছে বলে রিলায়েন্স কমিউনিকেশনের প্রধান অনিল আম্বানির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছে এরিকসন।

রাখেননি কথা! অনিল আম্বানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন

সুপ্রিমকোর্টে করা অভিযোগে এরিকসন বলেছে, ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে রিলায়েন্স কমিউনিকেশন। অভিযুক্ত সংস্থা আইন মানছে না, গণতন্ত্রেরও অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে এরিকসন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করছে এরিকসন। আদালতে এরিকসনের করা আবেদনে সুদ-সহ পাওয়া ৫৫০ কোটি টাকা দাবি করা হয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রিলায়েন্স কমিউনিকেশন এবিষয়ে কোনও মন্তব্যে নারাজ।

আদালতের প্রতিনিধির উপস্থিতিতে রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে তাদের পাওনার দাবি কমিয়েছে এরিকসন। প্রথমে ১৬০০ কোটির দাবি থাকলেও, তা ৫৫০ কোটিতে নামিয়ে আনে তারা। যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর কথা থাকলেও, এখনও মেটানো হয়নি বলে অভিযোগ।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ীস ৪৫ হাজার কোটির দেনার দায়ে ডুবে রয়েছে অনিল আম্বানির সংস্থা। এই পরিস্থিতিতে বড় ভাই মুকেশ আম্বানির সংস্থাকে জিওকে বর্তমান সংস্থার অংশ বিক্রি করতে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। সংস্থার ফাইবার এবং মিডিয়া কনভারজেন্স নোড বিক্রির মাধ্যমে ৫ হাজার কোটি টাকা পেয়েছে বলে জানা গিয়েছে। তবে জিও-র সঙ্গে বলা কথা অনুযায়ী, স্পেকট্রাম এবং টাওয়ার বিক্রি করে ১৫ হাজার কোটি পেতে পারে বলে সূত্রের খবর।

কিন্তু পুরনো দেনা মেটাতে সংস্থার অংশিদারিত্ব বিক্রির টাকা রাখতে হচ্ছে ব্যাঙ্কের নিয়ন্ত্রিত এসক্রো অ্যাকাউন্টে। সেই জন্য অনিল আম্বানির সংস্থার তরফে এরিকসনের দেনা মেটানো সম্ভবপর হচ্ছে না বলে জানা গিয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টে এরিকসনের করা আবেদন বলা হয়েছিল, অনিল আম্বানি এবং সংস্থার দুই সিনিয়র একজিকিউটিভের দেশর ছাড়ার ওপর নিষেধাজ্ঞার আবেদন করেছিল।

English summary
Swedish telecom major Ericsson moves Supreme Court for arrest of Anil Ambani over dues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X