For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌চিনা পণ্য বয়কট করার জন্য প্রচার চালাবে আরএসএসের স্বদেশি জাগরণ মঞ্চ

Google Oneindia Bengali News

চিন থেকে উৎপত্তি এই করোনা ভাইরাসের যার জন্য গোটা বিশ্বে মহামারি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের অর্থনৈতিক শাখা স্বদেশি জাগরণ মঞ্চ রবিবার থেকে চিনা পণ্য বয়কট করা প্রচারে নামবে বলে জানা গিয়েছে।

স্বদেশি সংকল্প দিবস পালন

স্বদেশি সংকল্প দিবস পালন

আরএসএসের এই শাখা দীর্ঘদিন ধরে যদিও এই অবস্থায় অনড় রয়েছে। এখানে তাৎপর্যপূর্ণ যে করোনা ভাইরাস প্রকোপ সম্পর্কে গোটা বিশ্বের কাছে চিন লুকিয়ে গিয়েছিল তা নিয়ে ক্ষুব্ধ স্বদেশি জাগরণ মঞ্চ। এর পাশাপাশি চিনের তরফ থেকে এই পরিস্থিতির মধ্যেও ত্রুটিপূর্ণ কিট পাঠানো হয়েছে বলেও অভিযোগ তোলে স্বদেশি জাগরণ মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংগঠনের সব সমর্থন ও কর্মীরা ২৫ এপ্রিল স্বদেশি সংকল্প দিবস হিসাবে পালন করবে।

চিনা পণ্য বয়কটের সংকল্প

চিনা পণ্য বয়কটের সংকল্প

এসজিএমের জাতীয় আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেন, ‘‌এই দিন স্বদেশির সমর্থক ও কর্মীরা নিজেদের বাড়িতে সন্ধ্যা সাড়ে ছ'‌টা থেকে ৬টা ৪০ মিনিট পর্যন্ত মোমবাতি/‌প্রদীপ জ্বালাবেন এবং ভারতীয়রা যাতে চিনের পণ্য পরিত্যাগ করেন তার জন্য সম্ভাব্য পদক্ষেপ গ্রহণের শপথ নেবেন।'‌ করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ ও গোটা বিশ্বে যে মৃত্যুমিছিল তার জন্য চিনকে দোষারোপ করে মহাজন জানিয়েছেন যে লকডাউন ও তার পরবর্তী অর্থনৈতিক কঠিনতা, যার মধ্যে চাকরি হারানো অন্যতম, এগুলি সবই চাইনিজ ভাইরাসের ফল। তিনি জানান যে সব ধরনের অর্থনৈতিক কার্যক্রমের ওপর এর প্রভাব পড়ছে, বড় ধরনের ক্ষতি হচ্ছে বিশ্বজুড়ে অর্থনীতির।

দেশীয় ব্যবসার ক্ষতি করছে চিন

দেশীয় ব্যবসার ক্ষতি করছে চিন

মহাজন বলেন, ‘‌রবিবার ভারতীয়রা এই শপথ নেবেন যে লকডাউন চলাকালিন ও তা উঠে যাওয়ার পর আমরা ভারতীয় শিল্পকে অনুপ্রাণিত করব একসঙ্গে। বড়-ছোট সব ধরনের চিনা পণ্যকে বয়কট করব এবং ভারতের নিজস্ব পণ্য কিনব। যাতে দেশের সমৃদ্ধি আবার ফিরে আসে।'‌ এসজেএম সবসময়ই দেশীয় পণ্য কেনার জন্য পরামর্শ দিয়ে থাকে। তারা মনে করে যে চিনের পণ্য ভারতের ছোট-বড় ব্যবসার খুন করছে।

English summary
boycott chinese product, Swadeshi Jagran Manch will campaign from Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X