For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাত্মার স্বপ্ন সফল করতে 'স্বচ্ছ ভারত' অভিযান উদ্বোধন মোদীর, সামিল টাটা-বচ্চনরা

'স্বচ্ছতাই সেবা' এই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ২ রে অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত 'স্বচ্ছ ভারত অভিযান'কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

'স্বচ্ছতাই সেবা' এই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পর্যন্ত 'স্বচ্ছ ভারত অভিযান'কে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন এই অভিযানের উদ্বোধন করেন প্রধানমমন্ত্রী। টেলিকন্ফারেন্সে দেশের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে তিনি কথা বলেন।

মহত্মার স্বপ্ন সফল করতে স্বচ্ছ ভারত অভিযান উদ্বোধন মোদীর, সামিল টাটা-বচ্চনরা

মহাত্মা গান্ধীর স্বপ্নকে সফল করেত দেশ জোড়া স্বচ্ছ ভারত অভিযান চালু করছে কেন্দ্রীয় সরকার। এদিন অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'চার বছর আগে শুরু হওয়া একটা উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আমরা আজ পৌঁছেছি । আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে দেশের সমস্ত অংশের মানুষে এই উদ্যোগে অংশ নিয়েছেন ।' পাশাপাশি দেশকে স্বচ্ছ রাখতে আরও বহু মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান।


মোদীর এদিনের অনুষ্ঠানে টেলি কন্ফারেন্সে উপস্থইত ছিলেন অমিতাভ বচ্চন। স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে জড়িত থাকতে পেরে তিনি গর্বিত বলে জানান অমিতাভ।

অনুষ্ঠানে টেলিকন্ফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন বিজনেস টাইকুন রতন টাটা। তিনিও এদিন মোদীর এই উদ্যোগকে স্বাগত জানান।

এদিন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। বেঙ্গালুরু , ডিব্রুগড়, মুম্বই, কোয়েম্বাট্যুর, নয়ডা, রেওয়ারি সহ দেশের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী এদিন কথা বলেন।

English summary
Prime Minister Narendra Modi flagged off nation-wide Swachhta hi Seva cleanliness campaign on Saturday. The campaign will continue till October 2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X