For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল ইন্দোর, অনেক পিছিয়ে কলকাতা

মধ্যপ্রদেশের তিনটি শহর স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০১৯-এ সবচেয়ে বেশি প্রশংসিত হয়ে ওপরের স্থান দখল করে নিল।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের তিনটি শহর স্বচ্ছ সর্বেক্ষণ সমীক্ষা ২০১৯-এ সবচেয়ে বেশি প্রশংসিত হয়ে ওপরের স্থান দখল করে নিল। দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ফের জিতে নিল ইন্দোর। এই নিয়ে পরপর তিন বছর দেশের মধ্যে সেরা হল এই শহর। এছাড়া মধ্যপ্রদেশেরই ভোপাল পেল দেশের সবচেয়ে পরিষ্কার রাজধানী শহরের তকমা। এছাড়া উজ্জয়িনীও স্বচ্ছতার জন্য প্রশংসিত হয়েছে।

দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল ইন্দোর, অনেক পিছিয়ে কলকাতা

বড় শহরগুলির মধ্যে কলকাতা অনেক পিছিয়ে রয়েছে। দিল্লি বাদে অন্য মেট্রো শহরগুলিও ছোট শহরগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বলে সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে।

[আরও পড়ুন: রাফালের নথি ফাঁস করা সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র, আদালতে জানালেন অ্যাটর্নি জেনারেল][আরও পড়ুন: রাফালের নথি ফাঁস করা সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্র, আদালতে জানালেন অ্যাটর্নি জেনারেল]

প্রতিবছর ভারতের শহর ও টাউনগুলিকে নিয়ে এই সমীক্ষা হয়। ২০১৪ সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ এটি। পুরস্কৃত করে উৎসাহ দেওয়া হয়। ২০১৭ সালে প্রথমবার এই তালিকা প্রকাশ করা হয়েছিল। এবছরও ৪ হাজার শহরে সমীক্ষা চালিয়ে রিপোর্ট তৈরি হয়েছে। ইন্দোরে মশা বা পতঙ্গ বাহিত রোগের প্রকোপ ৭০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: রাফালের গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র][আরও পড়ুন: রাফালের গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র]

[আরও পড়ুন: কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট পাকা হয়ে গেল, কত আসন পেল কুমারস্বামীর দল][আরও পড়ুন: কর্ণাটকে জেডিএস-কংগ্রেস জোট পাকা হয়ে গেল, কত আসন পেল কুমারস্বামীর দল]

English summary
Swachh Survekshan 2019: Indore cleanest city, Bhopal cleanest capital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X