For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণের জন্য নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিহারকে সতর্ক করল এসএসবি

করোনা সংক্রমণের জন্য নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বিহারকে সতর্ক করল এসএসবি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে ভারতে। গোটা দেশে লকডাউন পরিস্থিতি। এরই মাঝে সসস্ত্র সীমা বল (‌এসএসবি)‌ বিরাট এক খবর সামনে নিয়ে আসল। এসএসবি জানিয়েছে যে ভারতে কিছু করোনা ভাইরাস সংক্রমিত সন্দেহজনক অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তারা নেপাল সীমান্ত হয়ে বিহারে ঢুকবে বলে খবর পেয়েছে এসএসবি।

এসএসবি সতর্ক করেছে বিহার প্রশাসনকে

এসএসবি সতর্ক করেছে বিহার প্রশাসনকে

এসএসবি এ বিষয়ে সতর্ক করেছে বেটিয়া জেলা শাসক কুন্দন কুমারকে। জেলা শাসকের পক্ষ থেকে তা জানানো হয়েছে এসপি ও বেটিয়া এবং নারকাটিয়াগঞ্জ জেলা সীমান্তের অন্য আধিকারিকদের। চিঠিতে কুন্দন কুমার জানিয়েছেন যে, ৪৭ কর্পস ব্যাটেলিয়ান এসএসবি তাঁকে জানিয়েছেন যে কোভিড-১৯ সংক্রমণের জন্য ৪০-৫০ জন করোনা ভাইরাস সন্দেহজনক নেপাল সীমান্ত হয়ে ভারতে ঢুকবে। ৩ এপ্রিল এসএসবি জেলা শাসককে লেখা চিঠিতে এও জানায় যে এই গোটা মিশনের পেছনে জালিম মুথিয়া নামে একজনের হাত রয়েছে। ওই ব্যক্তি বেআইনি অস্ত্রের ব্যবসা ও নেপাল-ভারত সীমান্তে পাচারচক্রের সঙ্গে জড়িত রয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের ষড়যন্ত্র

করোনা ভাইরাস সংক্রমণের ষড়যন্ত্র

এসসবির চিঠিতে উল্লেখ রয়েছে, ‘‌খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া গিয়েছে যে নেপালের জালিম মুখিয়া নামের এক ব্যক্তি ভারতে করোনা ভাইরাস সংক্রমণ করানোর পরিকল্পনা করছে। সে নিজে নেপাল-ভারত সীমান্তে বেআইনি অস্ত্র ও নকল টাকা পাচারের সঙ্গে জড়িত। লকডাউনের সময় সে বিভিন্ন মুসলিম দেশে কর্মরত ভারতীয় মুসলিম শ্রমিকদের ভারতে অনুপ্রবেশ করানোর জন্য দায়ি।'‌

২০০ জন ভারতীয় মুসলিম বেআইনিভাবে ভারতে আসার চেষ্টা করছে

২০০ জন ভারতীয় মুসলিম বেআইনিভাবে ভারতে আসার চেষ্টা করছে

এসএসবি সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০০ জন ভারতীয় মুসলিম নাগরিক সহ ৫-৬ জন পাকিস্তানের নাগরিক কাঠমান্ডু হয়ে নেপালে পৌঁছেছে এবং তারা বর্তমানে নেপালের খৈরওয়া ও চন্দনবসরা গ্রামের মসজিদ ও মাদ্রাসাতে রয়েছে। এছাড়াও ৪০-৫০ জন সন্দেহজনক ভারতীয় মুসলিম নাগরিক শুক্রবার নেপালে পৌঁছাবে এবং আরও বেশ কিছুজন পরবর্তী দিনগুলোতে আসবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ওই নাগরিকদের কাছে শরীরের তাপমাত্রা কম করার ওষুধ প্যারাসিটামল রয়েছে এবং ‌তারা প্রত্যেকেই হয়ত করোনা সংক্রমিত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে

বিহারের স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব আমির শুভানি জানিয়েছেন যে পুলিশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে জানানো হয়েছে। তিনি বলেন, ‘‌এসএসবি বলেনি যে মানুষ নেপাল হয়ে ভারতে অনুপ্রবেশ করেছে, তারা শুধু বলেছে যে সম্ভাবনা রয়েছে। আমরা পুলিশ ও কেন্দ্রকে বিষয়টি জানিয়েছি। আমাদের সীমান্তে কেউ প্রবেশ করতে পারবে না।'‌

English summary
The Sashastra Seema Bal (SSB) has revealed a big plot on the infiltration of some coronavirus suspects into India through the Nepal border in Bihar. The alert was sounded by the SSB following which Bettiah District Magistrate Kundan Kumar wrote a letter to the Superintenent of Police and other officers of the border districts of Narkatiaganj and Bettiah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X