For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার জীবনে এই দিনটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম', শেষ টুইটে কিসের বার্তা দিয়েছিলেন সুষমা

তাঁর চেয়ে বেশি জনপ্রিয় বিদেশমন্ত্রী সাম্প্রতিক ইতিহাসে কেউ ছিলেন কিনা তা বিতর্কের বিষয় হতে পারে।

  • |
Google Oneindia Bengali News

তাঁর চেয়ে বেশি জনপ্রিয় বিদেশমন্ত্রী সাম্প্রতিক ইতিহাসে কেউ ছিলেন কিনা তা বিতর্কের বিষয় হতে পারে। তবে একদন দাপুটে নেত্রী, তথা স্নেহপরায়ণ মাতৃসুলভ ব্যক্তিত্বে সুষমা স্বরাজ যেন ছিলেন অনন্যা। ৬৭ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ গোটা দেশ। রাজনীতির গণ্ডি পেরিয়ে সকলেই এদিন শোকজ্ঞাপন করেছেন প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে।

আমার জীবনে এই দিনটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম, শেষ টুইটে কিসের বার্তা দিয়েছিলেন সুষমা

টুকরো টুকরো স্মৃতি চিহ্নে এখনও বিহ্বল সুষমার শুভানুধ্যায়ীরা। তাঁরে ঘিরে বিভিন্ন পুরনো কথা অনেকেই স্মরণ করছেন। এরই মধ্যে উঠে আসছে তাঁর সর্বশেষ টুইটের প্রসঙ্গও। টুইটারে সুষমা স্বরাজের প্রোফাইলে সর্বশেষ টুইটটি ছিল জম্মু ও কাশ্মীরের থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ঘিরে। টুইট বার্তায় সুষমা লেখেন, 'ধন্যবাদ প্রধানমন্ত্রী। অসংখ্য অভিনন্দন। আমি অপেক্ষা করছিলাম এই দিনটি দেখবার জন্য।' আর অদৃষ্টের নৃশংস খেলায় জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার বিল লোকসভায় পাশ হওয়ার রাতেই সুষমা স্বরাজের জীবনাবসানের দুঃসংবাদ আসে।

শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল যে আন্দেলন সেই ৩৭০ ধারা তুলে নেওয়ার আন্দোলন শেষ করেছে মোদী সরকার। প্রায় প্রতিটি বিজেপি কর্মীর মনেই এই আন্দোলন ঘিরে লড়াইয়ের মনোভাব সুপ্ত ছিল। আর সুষমা স্বরাজও তাঁদের মধ্যে একজন। ৬ অগাস্ট তাঁর এই টুইটের পর, ৬ অগাস্ট রাতেই এইমস থেকে তাঁর মৃত্যু সংবাদ আসে। যে মৃত্যু সংবাদে শোকাহত ১৩০ কোটির দেশ।

English summary
Sushma Swaraja's Last Tweet was on article 370, see what she said.Sushma Swaraj Tweeted Hours Before Death on Abrogation of Article 370, Said, ‘Was Waiting to See This Day in my Lifetime’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X