For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলভূষণ-কাণ্ডে পাকিস্তানকে জোর ধাক্কা, ভারতের বিরাট জয়ে অভিনন্দন সুষমার

আন্তর্জাতিক আদালতে বিরাট জয় পেল ভারত। কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না পাকিস্তান। বুধবার নেদারল্যান্ডস হেগের আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানান প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক আদালতে বিরাট জয় পেল ভারত। কুলভূষণ যাদবকে এখনই ফাঁসি দিতে পারবে না পাকিস্তান। বুধবার নেদারল্যান্ডস হেগের আন্তর্জাতিক আদালতের এই রায়কে স্বাগত জানান প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। টুইট-বার্তা তিনি জানান, এই রায় ভারতের পক্ষে বিরাট জয়। এতদিনে কিছুটা হলেও স্বস্তি পেল কুলভূষণ যাদবের পরিবার।

কুলভূষণ-কাণ্ডে পাকিস্তানকে জোর ধাক্কা, ভারতের বিরাট জয়ে অভিনন্দন সুষমার

এদিন সুষমা স্বরাজ আরও লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ। প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে কুলভূষণ যাদবের মামলা আন্তর্জাতিক আদালতে পৌঁছেছে। সুষমা ধন্যবাদ জানান ভারতের পক্ষে সওয়াল করা আইনজীবী হরিশ সালভেকেও। তিনি বলেন, এই মামলা সুনিপুণভাবে আন্তর্জাতিক আদালতে পেশ করার জন্য সালভকে অভিনন্দন।

ভারতের প্রাক্তন নৌসেনা অফিসার কুলভূষণকে বালুচিস্তান থেকে ২০১৬ সালের ৩ মার্চ গ্রেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। কুলভূষণের বিরুদ্ধে পাক সামরিক আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ভারত আন্তর্জাতির ন্যায় বিচার আদালতের দ্বারস্থ হয়। ২০১৭ সালের এপ্রিলে পাক সামরিক আদালত কুলভূষণকে ফাঁসির সাজা দেয়।

পাকিস্তানের দাবি ছিল, ইরান থেকে বালুচিস্তান হয়ে ঢুকে পড়েছিলেন কুলভূষণ। তিনি আদতে ভারতের গুপ্তচর। কুলভূষণের সাথে সাক্ষাৎ করতে গেলেও কুলভূষণের স্ত্রী ও মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে পাকিস্তান। ভারত সেই ঘটনার নিন্দায় মুখর হয়েছিল।

এদিন নেদারল্যান্ডের হেগে-তে আন্তর্জাতিক ন্যায় আদালতে এই মামলার শুনানি হয়। সেখানে ১৬ জন বিচারপতির মধ্যে ১৫ জনই ভারতের পক্ষে রায় দেন। ফলে বিরাট জয় পায় ভারত। একইসঙ্গে মুখ পোড়ে পাকিস্তানের।

English summary
Former foreign minister Sushma Swaraj tweets India’s great victory in Kulbhusan Jadav’s execution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X