For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাল আসবেন, পারিশ্রমিকের ১ টাকা নিয়ে যাবেন', সুষমাকে নিয়ে শেষ সময়ের স্মৃতি ভুলতে পারছেন না হরিশ

সুষমাকে নিয়ে শেষ স্মৃতি ভুলতেপারছেন না হরিশ

  • |
Google Oneindia Bengali News

রাত তখন ৮:৫০ মিনিট , কূলভূষণ মামলায় ভারতের তরফের আইনজীবী হরিশ সালভের কাছে আসে একটি ফোন। ফোন তুলতেই ওপার থেকে কণ্ঠস্বর ভেসে আসে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সুষমা চেনা মেজাজে হরিশ সালভেকে বলেন ,'কাল আসবেন , আপনার পারিশ্রমিকের ১ টাকা নিয়ে যাবেন।' প্রসঙ্গত, ভারতের হয়ে আন্তর্জাতিক আদালতে হরিশ সালভে হাই প্রোফাইল কূলভূষণ যাদব মামলায় তুমুল লড়াই করে প্রাথমিক সাফল্য এনে দিয়েছেন। আর এই আইনি লড়াইের পারিশ্রমিক হিসাবে তিনি ১ টাকা ধার্য করেছেন। সেই পারিশ্রমিক নেওয়ার জন্যই হরিশকে মঙ্গলবার রাত ন'টা নাগাদ ফোন করে 'কাল' আসতে বলেন প্রাক্তন বিদেশমন্ত্রী।

কাল আসবেন, পারিশ্রমিক নিয়ে যাবেন, সুষমাকে নিয়ে শেষ মুহূর্তের স্মৃতি ভুলতে পারছেন না হরিশ

সেই 'কাল' যখন এসেছে, তখন তা দুঃসংবাদ নিয়ে এলো! হরিশ সালভে মানতেই পারছেন না তাঁকে ফোন করার এক ঘণ্টার মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুষমা। এরপরই তাঁকে তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। আর তখনই আসে প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যু সংবাদ। হরিশ সালভে , এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমার সঙ্গে ৮:৫০ মিনিট নাগাদ কথা হয় তাঁর। এটা খুবই আবেগঘন একটা কথপোকথন ছিল। তিনি বলেছিলেন, আমায় আসতে হবে, আর তাঁর সঙ্গে দেখা করতে হবে। ' সুষমা স্বরাজ তাঁকে মজা করে বলেন, 'তোমার দামী পারিশ্রমিক তো আমায় দিতে হবে! ' মজার ছলে পাল্টা হরিশ সালভে বলেন, 'হ্যাঁ, আমায় এই দামী অর্থ নিতে আসতেই হবে! ' এরপর সুষমা জবাবে বলেন, 'কাল' অর্থাৎ বুধবার ৬টা নাগাদ যেন হরিশ পৌঁছে যান। এরপর নিয়তি নিজের হাতে এক করুণ কাহিনি লিখেছে।

প্রসঙ্গত, এদিন সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের অন্ত্যেষ্টী সম্পন্ন হবে। দেশের অন্যতম দাপুটে বিদেশমন্ত্রী ছাড়াও সুষমা স্বরাজের প্রয়াণে তাঁর বাসভবনে গিয়ে এদিন শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

English summary
Sushma Swaraj's last conversation, How Harish Slave reminds the minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X