For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইরাকে আইএস-এর হাতে খুন ভারতীয়দের মৃত্যুসংবাদ ঘিরে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন সুষমা

দেশ জুড়ে উঠতে থাকা প্রশ্নের উত্তরে এদিন সুষমা স্বরাজ জানিয়েছেন, সংসদীয় গণতন্ত্রের নির্দি্দষ্ট নিয়ম মেনেই তিনি এই কাজ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

২০১৪ সালে ইরাকে মাসুলে অপহরণ হয়েছিলেন ৩৯ জন ভারতীয়। আর এদিন, সকালে রাজ্যসভায় তাঁদের মৃত্যু সংবাদ জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হিমাচল সহ একাধিক রাজ্যের এই শ্রমিকরা ইরকে নির্মান কাজে নিযুক্ত ছিলেন। প্রশ্ন উঠতে থাকে , কেন মৃতদের পরিবারকে না জানিয়ে আগে, রাজ্যসভায় এই তথ্য জানান বিদেশমন্ত্রী?আর দেশ জুড়ে উঠতে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তরে এদিন সুষমা স্বরাজ জানিয়েছেন, সংসদীয় গণতন্ত্রের নির্দি্দষ্ট নিয়ম মেনেই তিনি এই কাজ করেছেন।

ইরাকে আইএস-এর হাতে খুন ভারতীয়দের মৃত্যুসংবাদ ঘিরে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন সুষমা

[আরও পড়ুন:লোকসভার ৫ টি আসনের উপনির্বাচন! মোদীর দলের কাছে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার চ্যালেঞ্জ][আরও পড়ুন:লোকসভার ৫ টি আসনের উপনির্বাচন! মোদীর দলের কাছে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার চ্যালেঞ্জ]

সুষমা এদিন জানিয়েছেন, মৃতদের পরিবারের আত্মীয়রা প্রশ্ন তুলেছেন যে কেন তাঁদের না জানিয়ে তার আগেই সংসদে ৩৯জন ভারতীয়ের মৃত্যুসংবাদ দেওয়া হল? এর উত্তরে সুষমা জানান, সংসদীয় প্রোটোকল মেনে, আগে সংসদকে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এও জানান, যে রাজ্যসভায় যখন তিনি এই তথ্য জানান সকলে শান্তিপূর্ণভাবে সেই দুঃজনক খবর শোনেন ও শ্রদ্ধা জানান। তবে লোকসভায় আচমকা কংগ্রেস প্রতিবাদে সরব হয়ে পরিবেশ পরিস্থিতি অন্যরকম করে তোলে। যা কাম্য নয় বলে উল্লেখ করেন বিদেশমন্ত্রী।

সুষমা স্বরাজের দাবি , এদিন কংগ্রেস একেবারে নিম্নমানের রাজনীতি প্রদর্শন করেছে। উল্লেখ্য, ওই ভারতীয়দের মৃত্যুসংবাদ এত দেরিতে জানানো নিয়ে প্রতিবাদী হয়ে ওঠে কংগ্রেস। যার জবাবে সুষমা স্বরাজ জানিয়েছেন, মৃত্যদেহ শনাক্ত করতে সমস্ত প্রমাণের জন্য় অপেক্ষা করা হয়েছিল। শুধুমাত্র পাইল বন্ধ করার জন্য অন্য কারো দেহকে দেখিয়ে দিয়ে দায়সারা কাজ করেনি এনডিএ সরকার। আর তা যদি কার হত , তা হলে তা 'পাপ' করা হত! সুষমার দাবি, তিনি নিশ্চিত হওয়ার পরই মৃত্যু সংবাদ জানিয়েছেন। যে বিষয়টির নিপুণ প্রক্রিয়া নিয়ে তিনি সন্তুষ্ট। উল্লেখ্য, এদিন সুষমা স্বরাজ জানিয়েছেন মৃতদের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন।

[আরও পুুড়ন:রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা ][আরও পুুড়ন:রেল চায় না সিপিএম! পঞ্চায়েত নির্বাচনের আগে উন্নয়ন-বার্তায় মানুষের পাশে মমতা ]

English summary
Sushma swaraj Press Conference on 39 Indian Killed in Iraq, says followed the protocol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X